সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স তো মাত্র একটা সংখ্যা। মনে যদি জোর থাকে, তাহলে অসাধ্যও সাধন করা যায়। ঠিক যেমনটি করলেন হরিদ্বারের এক বৃদ্ধা। মহাদেবের নাম জপ করে ঝাঁপ দিলেন গঙ্গায়! জানা গিয়েছে, বৃদ্ধার বয়স ৭০।
ঠিক কী করেছেন বৃদ্ধা?
ছত্তিশগড়ের অ্যাডিশন্যাল অ্যাডভোকেট জেনারেল অশোক বৈশ্য সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা গিয়েছে, এক বৃদ্ধা হরিদ্বারের ‘হর কি পেয়ারি’ ব্রিজ থেকে সোজা গঙ্গায় ঝাঁপ দেন! উপস্থিত জনতা এ দৃশ্য দেখে হইহই করে ওঠে। সবাই ভাবেন বৃদ্ধা বুঝি গঙ্গার জলে তলিয়েই গেলেন। ঝাঁপ দেওয়ার পর কিছুক্ষণ জলের মধ্যে ডুবেই ছিলেন বৃদ্ধা। তবে সময় একটু এগোতেই জলে ভেসে ওঠেন। স্রোত কাটিয়ে ধীরে ধীরে গঙ্গার ঘাটের দিকে সাঁতার কাটতে শুরু করেন।
अम्मा की छलांग .. 😳😳
हरकी पैड़ी के पुल से गंगा नदी में छलांग लगाने वाली बुजुर्ग महिला बुजर्ग महिला पुल से गंगा में छलांग लगाकर आराम से तैरकर किनारे जाती हुई विडियो में दिख रही है। बुजुर्ग महिला की उम्र 70 साल के करीब की बताई जा रही है। 😳😳
— Ashok Basoya (@ashokbasoya)
৭০ বছর বয়সি এই বৃদ্ধার এমন কাণ্ড দেখে হতবাক নেটিজেনরা। নেটিজেনদের কথায়, বৃদ্ধা দারুণ সাহসী। অনেকে আবার বলেছেন, কীভাবে বাঁচতে হয় তা যেন দেখিয়ে দিলেন সত্তরের এই মহিলা।
हौसले को सलाम है माता।
— Binod Keshri (@bkeshria)
জানা গিয়েছে, গঙ্গা থেকে উঠে সুস্থই আছেন মহিলা। মাঝে মধ্যেই এমনটি নাকি করে থাকেন তিনি। বৃদ্ধার কথায়, ‘সবই মহাদেবের ইচ্ছা। তাঁকে স্মরণ করলে সব বিপদ থেকে মুক্তি পাওয়া যায়।’ আপাতত, নেটদুনিয়ায় ভাইরাল বৃদ্ধার এই ভিডিও (Viral Video)।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.