সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমাজ এগোয় কীভাবে? পূর্বপ্রজন্ম শিক্ষা দেয় উত্তরপ্রজন্মকে। কেবল জ্ঞানের কথা না, হাতে গরম কাজের মাধ্যমে। তেমনই এক ভাল ঘটনার সাক্ষী হল নেটদুনিয়া। মেয়েপক্ষের কাছে পণ চাওয়ায় বিয়ের আসরেই রেগে অগ্নিশর্মা হন পাত্রের বাবা। এরপর সকলের সামনে ছেলেকে জুতোপেটা করেন তিনি। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, আলোঝলমলে বিয়ের মণ্ডপ। চারপাশে আত্মীয়স্বজনের ভিড়। তার মধ্যে বরবেশে দাঁড়িয়ে যুবক। আচমকা সেখানে হাজির হন পাত্রের বাবা। এসেই পাত্রের কলার চেপে ধরনে তিনি। সঙ্গে উত্তেজিত হয়ে কিছু বলতে থাকেন। এরপরই পায়ের জুতো খুলে পেটাতে থাকেন ছেলেকে। স্থান-কাল-পাত্রের হুঁশ ছিল না তাঁর। উলটো পক্ষে কোনও মতে সেই শাসন থেকে বাঁচার চেষ্টা করছিলেন যুবক।
दहेज में सिर्फ मोटरसाइकिल ही तो मांगी थी , ससुर जी ने क्या हाल कर दिया!
— Hasna Zaroori Hai 🇮🇳 (@HasnaZarooriHai)
পণ চাওয়ায় যেভাবে পুত্রকে শাসন করেছেন একজন পিতা, তার প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া। অধিকাংশই ভাইরাল ভিডিও দেখে যারপরনাই খুশি। তাঁরা বলছেন, পণের অভিশাপ কাটাতে এদেশের প্রত্যেক বাড়িতে এমন বাবাই দরকার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.