Advertisement
Advertisement

Breaking News

Hen wandering at the Pentagon

নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে পেন্টাগনে প্রবেশ, গ্রেপ্তার মুরগি

কীভাবে ঢুকে পড়ল মুরগিটি?

A hen wandering around a security area at the Pentagon । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:February 6, 2022 3:35 pm
  • Updated:February 6, 2022 3:35 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে নিরাপত্তার ফাঁক গলে মাছিও ঢুকতে পারবে না। কিন্তু তা আর হল কই? কারণ, পেন্টাগনে (Pentagon) ঢুকে পড়ল মুরগি। আর তা নিয়ে রীতিমতো শোরগোল। আর এই অপরাধে মুরগিটিকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

আচমকাই দেখা যায় আমেরিকার নিরাপত্তা সংক্রান্ত সদর কার্যালয়ে ঢুকে পড়েছে একটি মুরগি (Hen)। কীভাবে ঢুকে পড়ল মুরগি, তা নিয়ে হইচই শুরু হয়ে যায়। পেন্টাগনের মতো নিরাপত্তার চাদরে মুড়ে থাকা এলাকায় ঢুকে পড়েছে বলে কথা। নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মী-আধিকারিকদের মতে, তা অপরাধ ছাড়া যেন আর কিছুই নয়। তাই তড়িঘড়ি মুরগিটিকে গ্রেপ্তার করা হয়।

[আরও পড়ুন: যুব বিশ্বচ্যাম্পিয়নদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা বোর্ডের, প্রত্যেক ক্রিকেটার পাবেন ৪০ লক্ষ টাকা]

ওয়েস্টার্ন ভার্জিনিয়ার খামার মালিক জোন্সের কাছে থাকত ওই মুরগিটি। নামও দেওয়া হয় মুরগিটির। হেনি পেনি নামেই ডাকছেন পেন্টাগনের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা।

এরপর খবর দেয় একটি প্রাণী সংস্থায়। ওই সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছন। মুরগিটি পরে তাঁদের হাতে তুলে দেওয়া হয়।  পেন্টাগনের মতো নিরাপত্তার চাদরে মোড়া জায়গায় কীভাবে ঢুকে পড়ল মুরগিটি, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

[আরও পড়ুন: সরস্বতী পুজোর রাতে দুই ক্লাবের বচসা, তুমুল সংঘর্ষে উত্তপ্ত আমর্হাস্ট স্ট্রিট]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ