Advertisement
Advertisement
Human Bridge

বৃষ্টিতে রাস্তায় ধস, ‘মানব সেতু’ গড়ে ৩৫ পড়ুয়াকে উদ্ধার দুই যুবকের, ধন্য ধন্য করছে নেটদুনিয়া

বিষয়টি সামনে আসতেই গ্রামের 'হিরো' ওই দুই ব্যক্তি।

A Human Bridge for Schoolchildren to cross flooded road viral video
Published by: Subhankar Patra
  • Posted:July 25, 2025 4:31 pm
  • Updated:July 25, 2025 5:43 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাগাতার বৃষ্টি। ধসে গিয়েছে স্কুলে আসা-যাওয়ার একমাত্র রাস্তা। তৈরি হয়েছে পাঁচ ফুটের গর্ত। বিচ্ছিন্ন এলাকা। আটকে খুদে পড়ুয়ারা। গুরুদ্বরা থেকে ঘোষণা হতেই উদ্ধারে করতে এগিয়ে এলেন গ্রামের দুই বাসিন্দা। তৈরি করলেন ‘মানব সেতু’। তাঁদের উপর দিয়ে হেঁটে নিরাপদ স্থানে এল একে একে ৩৫জন পড়ুয়া।

Advertisement

পাঞ্জাবের লুধিয়ানের মালেয়ান পঞ্চায়েত। ভরা বর্ষায় ভেসে গিয়েছে খেত, ধসে যায় রাস্তা। বাচ্চাদের স্কুলও ১০টায় ছুটি দেওয়া হয়। কিন্তু রাস্তা বন্ধ। পড়ুয়ারা আটকে পড়েছে জানতে পেরে স্থানীয়দের সঙ্গে ঘটনাস্থলে যান সুখবিন্দর সিং ও গগনদীপ সিং।

যখন অনেক চেষ্টার পরও উদ্ধার করা যায়নি পড়ুয়াদের। প্রশাসনের কাছে খবর গেলেও পাত্তা নেই কারও। তখনই সুখবিন্দর ও গগনদীপ সিদ্ধান্ত নেন মানব সেতু করার। ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে। দুই প্রান্তের মাঝে তৈরি হওয়া প্রায় ৫ ফুটের ফাটলে শুয়ে পড়েন দু’জনে। একে একে ৩৫ জন পড়ুয়া তাঁদের উপর দিয়ে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়। শুধু পড়ুয়ারাই নয়, ১০জন বাসিন্দাদেরও উদ্ধার করেছেন তাঁরা।

এই ঘটনা সামনে আসতেই গ্রামের ‘হিরো’ সুখবিন্দর ও গগনদীপ। স্থানীয় পঞ্চায়েত থেকেও তাঁদের সংবর্ধনা জানানো হয়েছে। তবে পঞ্চায়েত প্রধানের আক্ষেপ বারংবার জেলা প্রশাসনকে বলা সত্বেও খারাপ রাস্তাটি সাড়াই করা হয়নি। তারা আশাবাদী এবার রাস্তাটির সংস্কার হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ