Advertisement
Advertisement

Breaking News

Delhi High Court

ভারচুয়াল শুনানির আগে মহিলাকে কাছে টেনে ‘চুম্বন’ আইনজীবীর, ভাইরাল দিল্লি হাই কোর্টের ভিডিও

সর্বসমক্ষে আইনজীবীর আপত্তিকর আচরণ নিয়ে প্রশ্ন তুলছে নেটিজেনরা।

This Lawyer ‘Kisses’ Woman Before Delhi High Court Virtual Proceedings
Published by: Kishore Ghosh
  • Posted:October 16, 2025 4:36 pm
  • Updated:October 16, 2025 7:14 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ি-জমি-দলিল-খুন-জখম-বিচ্ছেদের মতো নিরস বিষয়ের জায়গা আদালত। যেখানে ব্যক্তিগত আবেগের স্থান নেই, আইনের কচকচিই শেষ কথা। সেখানেই কিনা মহিলাকে চুম্বন করে ভাইরাল জনৈক আইনজীবী! এই ঘটনা দিল্লি হাই কোর্টের। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে বিতর্কিত ভিডিও। জানা গিয়েছে, হাই কোর্টে একটি মামলার ভারচুয়াল শুনানির আগের মুহূর্তের ভিডিও সেটি।

Advertisement

ঘটনাটি মঙ্গলবার ঘটেছে বলে জানা গিয়েছে। তখনও আদালতের শুনানি শুরু হয়নি। বিচারপতির জন্য অপেক্ষা করছিল সব পক্ষ। সেই সময়েই আপত্তিকর ঘটনাটি ঘটে। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, আইনজীবী আদালতের পোশাক পরে তাঁর কক্ষে বসে আছেন। তাঁর মুখের একটা অংশ শুধু দেখা যাচ্ছে। সামনে শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে। হঠাৎই মহিলার হাত ধরে টানতে শুরু করেন আইনজীবী। অস্বস্তিতে পড়েন মহিলা, তিনি বাধা দেওয়ার চেষ্টাও করেন। যদিও জোর করে মহিলাকে চুম্বন করেন আইনজীবী। এরপর দ্রুত মহিলা পিছনে সরে যান। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

এই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সর্বসমক্ষে আইনজীবীর আপত্তি আচরণ নিয়ে প্রশ্ন তুলছে নেটিজেনরা। একজন লিখেছেন ‘লজ্জার ঘটনা’। এক ব্যক্তির বক্তব্য, অনেকেই এমন কাণ্ড ঘটান, এটা সামনে চলে এসেছে। আরেক জন বলেন, এসবই যদি করার ইচ্ছে ছিল তবে আইনজীবী হওয়ার কী দরকার ছিল! তবে ভিডিওতে যে আইনজীবীকে দেখা গিয়েছে এবং তাঁর সঙ্গে যে মহিলা রয়েছেন, তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ