Advertisement
Advertisement
Madhya Pradesh

বন্ধুর শেষ ইচ্ছেপূরণ করে শেষকৃত্যে নাচ, ব্যক্তির ভিডিও দেখে চোখ ভিজছে নেটপাড়ার!

সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।

A man from Madhya Pradesh danced at the funeral to fulfill his friend's last wish, the video went viral
Published by: Buddhadeb Halder
  • Posted:August 2, 2025 4:52 pm
  • Updated:August 2, 2025 4:52 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘শোলে’ ছবির শেষ দৃশ্যটা মনে পড়ে? জয়ের চরিত্রে অমিতাভ বচ্চনের আবেগঘন মৃত্যু দৃশ্য দেখে চোখে জল ধরে রাখা যায়নি। পর্দার জয় আর বীরুর এই বন্ধুত্বের ছবি বাস্তবেও অমিল নয়। সম্প্রতি মধ্যপ্রদেশের এমনই এক ঘটনা সামনে এসেছে। 

Advertisement

মিড-লাইফ ক্রাইসিসের সময় বন্ধুত্ব নিয়ে মাথা না ঘামালেও, শেষ জীবনে একজন ভালো বন্ধুই ভরসার জায়গা হয়ে ওঠে। আর সেই প্রিয় বন্ধুর জন্য সবকিছুই করা যায়। এমনকী বুকে পাথর চেপেও বন্ধুর হাসিটুকু দেখার জন্য গোপন রাখা যায় নিজস্ব কান্নাও। মধ্যপ্রদেশের অম্বালা প্রজাপত নামে এক ব্যক্তিকে বন্ধুর শেষকৃত্যে অশ্রু সিক্ত চোখেই নাচতে দেখা গেল। প্রিয় বন্ধু সোহনলাল জৈনের শেষ ইচ্ছে পূরণের জন্যই তিনি এমনটা করেছেন। আর সেই আবেগঘন ভিডিওটি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই চোখের কোণ ভিজে উঠেছে নেটিজেনদেরও।

এই মর্মস্পর্শী ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে। সূত্র মারফত জানা যাচ্ছে, ৭১ বছর বয়সি সোহনলাল গত দু’বছর ধরে ক্যানসারে ভুগছিলেন। তিনি রতলম, মান্দসৌর, এমনকী আহমেদাবাদেও চিকিৎসা করিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত জীবনের লড়াইয়ে হেরে যান তিনি। আর মৃত্যুর আগে বন্ধুর কাছে চিঠি লিখে অনুরোধ করেছিলেন, ‘চোখে জল নয়, আমার শেষ যাত্রায় আনন্দ করো, নাচো। দুঃখের সঙ্গে নয়, আনন্দের সঙ্গে আমাকে বিদায় জানিও।’ বন্ধুর এই অনুরোধ রাখতেই বুধবার শেষকৃত্যের দিন ৫১ বছর বয়সি আম্বালা প্রজাপত বন্ধুর শেষযাত্রায় নাচলেন। জানা যাচ্ছে, তিনি মান্দসৌর জেলার জাওয়াসিয়া গ্রামের বাসিন্দা।

ইতিমধ্যেই সেই আবেগঘন ভিডিও ও বন্ধুর চিঠি সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। অসংখ্য মানুষকে এই ভিডিও কাঁদিয়েছে। প্রচুর মানুষ শেয়ারও করেছেন সেই দৃশ্য। বন্ধুর প্রতি আরেক বন্ধুর এমন ভালোবাসা ও সম্মান প্রদর্শন আজকের দিনে সত্যিই বিরল!

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ