Advertisement
Advertisement
Sleep

এ কেমন ঘুম! বিমানে আসন ছেড়ে কোথায় চড়লেন মহিলা? তাক নেটিজেনদের

সাধের ঘুমের জন্য এমনও যে কেউ করতে পারে তা এই মহিলাকে না দেখলে জানা যেত না।

A passenger climbs another place in a flight for sleep

প্রতীকী ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:May 10, 2024 8:50 pm
  • Updated:May 10, 2024 8:50 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘুমোতে কে না ভালোবাসে। ভিড় বাস হোক বা ট্রেন একটু ঝিমিয়ে নেওয়ার জায়গা পেলে মন্দ হয় না। কিন্তু সাধের ঘুমের জন্য এমনও যে কেউ করতে পারে তা এই মহিলাকে না দেখলে জানা যেত না। একটু শান্তিতে ঘুমাবেন বলে প্লেনের সিট ছেড়ে সটান উঠে পড়েছেন ওভারহেড বিনে! এমনকি বেশ আরামে শুয়েও পড়েছেন ওইটুকু জায়গায়। মহিলার এমন কাণ্ড দেখে হতবাক নেটিজেনরা।    

Advertisement

এই অদ্ভুত ঘটনা ঘটেছে, আমেরিকার সাউথওয়েস্ট এয়ারলাইনসের একটি ফ্লাইটে। সেখান থেকেই টিকটকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা ইতিমধ্যেই ৫০ লক্ষ মানুষ দেখে ফেলেছেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, এক মহিলা যাত্রী বসার আসন ছেড়ে ওভারহেড বিনে ঢুকে শুয়ে রয়েছেন। আর তাঁর কীর্তি দেখে তখন হাসির রোল উঠেছে গোটা ফ্লাইটে।

[আরও পড়ুন: ভোট দিলেই মাল্টিপ্লেক্সে টিকিটে ছাড়! গুরুগ্রাম প্রশাসনের ‘উপহার’]

ওই মহিলাড় কাণ্ড দেখে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে ভাইরাল ভিডিওটিতে। এক নেটিজেন যেমন লিখেছেন, ওই মহিলা মনে হয় অন্য যাত্রীদের সঙ্গে বসে ঘুমোতে পারছিলেন না। অন্য আরেকজনের বক্তব্য, আমার মনে হয় উনি চাইছিলেন গোটা ওভারহেড বিন নিজের দখলে নিয়ে নিতে। অন্য একজন আবার বলেছেন, প্লেনটির যাত্রা একদমই আরামদায়ক ছিল না। তাই তিনি নিজের মতো করে আরামের ব্যবস্থা করে নিয়েছেন। তবে এই ভিডিও নজর ওই বিমান সংস্থারও। তারা ওই যাত্রীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিয়েছে তা এখনও জানা যায়নি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ