সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাই-বোন-বিয়াই-বোনাই-জগাই-মাধাইকে ভুলে গেলেও আধুনিক মানুষের পক্ষে মোবাইল ফোনকে (Mobile Phone) ভুলে যাওয়া কঠিন। বদলে যাওয়া দিনকালে মুঠোফোনের মুঠোতেই পৃথিবী। বিনোদন থেকে হাজার প্রয়োজন, শিক্ষা থেকে পেশা, সবেতাই সে যাকে বলে নির্বিকল্প। ফলে তার টানে রাতারাতি আমেদাবাদ থেকে মুম্বইয়ে পাড়ি দেওয়াই যায়। তেমন কাণ্ড করেছেন এক যুবক। এমনকী মুম্বইয়ে অ্যাপেল স্টোরে (Apple Store) একটানা ১৭ ঘণ্টা লাইন দিয়ে আইফোন ১৫ (iPhone 15) কিনলেন তিনি।
আইফোন নিয়ে বিশ্বজুড়ে মাতামাতি নতুন কিছু নয়। প্রতিবারই ঘোষণামাত্র ইউরোপ-আমেরিকার মোবাইলের দোকানগুলিতে লম্বা লাইন পড়ে। গত শুক্রবার বাজারে এসেছে আইফোন সিরিজের নতুন চারটি ঝকঝকে ফোন। সেগুলি হল আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স। পছন্দের ফোন পেতে দেশের সব বড় শহরের রিটেল স্টোরগুলোতে লাইন দিয়েছিলেন গ্রাহকরা। তবে সবচেয়ে বেশি মানুষ ভিড় করে দেশের প্রথম অ্যাপল স্টোরে, যেটি রয়েছে মুম্বইতে।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, আইফোন ১৫ কিনতে গুজরাটের আহমেদাবাদ থেকে মুম্বইয়ে পাড়ি দেন এক যুবক। যেহেতু তাঁর স্বপ্ন ছিল ভারতের প্রথম অ্যাপেল স্টোর থেকেই সাধের ফোন কিনবেন তিনি। ওই যুবক জানিয়েছেন, মুম্বইয়ে পৌঁছেই স্বপ্ন সার্থক হয়নি। পছন্দের ফোন হাতে পেতে ১৭ ঘণ্টা লাইনে দাঁড়াতে হয়েছে তাকে। যুবক জানান, বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ লাইনে দাঁড়ান তিনি। রাতভর লাইন দিয়ে হাতে পান সবেধন নীলমণি। যার পর উচ্ছ্বসিত তাঁরা।
আমজনতার পাশাপাশি নতুন আইফোন উন্মাদনায় শামিল খ্যাতনামারাও। তালিকায় রয়েছেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। নতুন ফোনের ছবি পোস্টও করেছেন তারকারা। উল্লেখ্য, আইফোন ১৫ (১২৮ জিবি)-এর দাম ৭৯ হাজার ৯০০ টাকা। অন্য ফোনগুলোর দাম ১ লক্ষ ৫৭ হাজার টাকার মধ্যে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.