সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্যেরা বনে সুন্দর, কিন্তু বুধবার রাজস্থানের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল মাউন্ট আবুর হোটেলে ঢুকে পড়ল একটি পূর্ণ বয়স্ক ভল্লুক। প্রকাশ্যে এসেছে ওই ঘটনার সিসিটিভি ফুটেজ। যেখানে দেখা গিয়েছে, হোটেলের রিশেপসন হিসাবে ব্যবহৃত ঘরটিতে ঢুকে পড়েছে প্রকাণ্ড চেহারার রোমশ প্রাণীটি। সেখানে তখন রিশেপসনিস্ট কিংবা পর্যটক ছিলেন? কী ঘটল তারপর?
ঘটনাটি বুধবার ঘটেছে। ঘটনাস্থল মাউন্ট আবুর চৌধুরী গলির একটি হোটেল। সমাজমাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, রাত ২টো বেজে ৫৫ মিনিট নাগাদ হোটেলের মূল দরজা ঠেলে ঢুকে পড়ছে ভল্লুকটি। এরপর রিশেপসনের জন্য ব্যবহৃত ঘরটিতে ঢোকে ভল্লুকটি। ঘরজুড়ে নিজের মতো ঘুরে বেড়ায় সে। এক সময় সেখানে রাখা চৌকির উপরেও উঠে পড়ে। যদিও পছন্দসই কিছু না পেয়ে সাড়ে চার মিনিটের অভিযান শেষে সেটি হোটেল থেকে বেরিয়ে যায়।
के रहवासी इलाकों में खूंखार जंगली जानवरों की लगातार दस्तक
माउंट आबू के ढूंढाई स्थित एक होटल में घुसा— Jitendra Dudi (@JournalistDudi)
সৌভাগ্যের কথা হল, ভোর-রাতে ভল্লুক যখন হোটেলে ঢোকে তখন সেখানে হোটেলের লোক কিংবা পর্যটক কেউ ছিলেন না। সেই কারণেই কেউ হাতহত হননি। রাজস্থান-গুজরাট সীমান্তে আরাবল্লি পর্বতের দক্ষিণ অংশে অবস্থিত মাউন্ট আবু। বন দপ্তর জানাচ্ছে, পাহাড় লাগোয় সংরক্ষিত বনাঞ্চলে বর্তমানে ৩৫০টি এশিয়ান ভল্লুক রয়েছে। পার্শ্ববর্তী এলাকার নগরায়ণের আঁচ পড়ছে বনাঞ্চলে। ফলে সাম্প্রতিক সময়ে চিতাবাঘ ও ভল্লুকের লোকালয়ে ঢুকে পড়ার ঘটনা বারবার ঘটছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.