সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের আসরে আচমকাই পেটের যন্ত্রণায় লুটিয়ে পড়লেন কনে। ছুটতে হল হাসপাতালে। পরের দিনই তিনি জন্ম দিলেন সন্তানের! খবর পেয়ে হতভম্ব পাত্রের বাড়ির লোকে। এরপরই তাঁরা বিয়ে ভেঙে দেন নবদম্পতির।
গ্রেটার নয়ডার (Noida) এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক হয় সেকেন্দ্রাবাদের ওই তরুণীর। বিয়ের অনুষ্ঠান শুরু হয় সময়মতো। সব ঠিকই চলছিল। আচমকাই পেটের ব্যথায় ছটফট করতে শুরু করেন কনে। তাড়াতাড়ি তাঁকে পাঠানো হয় হাসপাতালে। এরপরই চিকিৎসকরা পাত্র ও তাঁর বাবা-মা’কে জানিয়ে দেন নববধূ ৭ মাসের অন্তঃসত্ত্বা। যা শুনে চমকে ওঠেন তাঁরা। পরদিনই ফুটফুটে এক শিশুকন্যার বিয়ে দেন ওই তরুণী।
কনের পরিবার স্বীকার করেছে, তারা আগে থেকেই সব জানত। তবুও মেয়ের গর্ভবতী হওয়ার বিষয়টি লুকিয়েই তারা বিয়ের বন্দোবস্ত করেছিল। জানিয়েছিল, সম্প্রতি তরুণীর পেটে অপারেশন হয়েছিল। সেই কারণে পেট স্ফীত রয়েছে এখনও। পরে সব জানাজানি হওয়ার পর দুই পরিবারের মধ্যে বিষয়টি নিয়ে কথা হয়নি। পারস্পরিক সমঝোতায় কোনও পুলিশি অভিযোগ দায়ের হয়নি। তবে পুলিশের তরফে জানানো হয়েছে, তারা বিষয়টি সম্পর্কে অবগত। এদিকে কনের মা-বাবা জানিয়েছেন, তাঁদের মেয়েকে শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.