রাজ কুমার, আলিপুরদুয়ার: ধুমধাম করে বিয়ে হয়েছে। নবদম্পতিকে নিয়ে আনন্দ, হইচইও হয়েছে। নতুন বর-বউকেও দেখা গিয়েছিল হাসিমুখে। কিন্তু তাল কাটল এক বেলা পেরিয়েই। বিয়ের একদিনের মধ্যেই নিখোঁজ হয়ে গিয়েছেন নববধূ। তাঁর সন্ধান পেতে পুলিশের দ্বারস্থ হয়েছে বর-কনের দুই পরিবার। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের শামুকতলা এলাকায়। বউ নিখোঁজ হয়ে যাওয়ায় ভেঙে পড়েছেন সদ্য বিবাহিত ওই যুবক।
আলিপুরদুয়ারের দক্ষিণ মজিদখানা এলাকার বাসিন্দা সরকারি চাকুরিজীবী বাবলু মণ্ডলের সঙ্গে যশোডাঙা বিশ্বাসপাড়ার রিঙ্কু বিশ্বাসের বিয়ে ঠিক হয়েছিল। সেই মতো দুই পরিবারের সম্মতিতে বিয়ের দিনও ঠিক হয়েছিল। বৃহস্পতিবার ধুমধাম করে বিয়ে হয় দু’জনের। সব কিছু ঠিক চলেছিল। বিয়ের পর বাসররাতও ছিল জমজমাট। শুক্রবার বিকেলে নববধূকে নিয়ে নিজের বাড়িতে ফেরার কথা ছিল শুক্রবার বিকেলে। তার আগেই ঘটে গেল অঘটন।
জানা গিয়েছে, শ্বশুরবাড়ি যাওয়ার আগে সাজার জন্য বিউটি পার্লারে যেতে চেয়েছিলেন নববধূ। কারও কোনও কিছু সন্দেহও হয়নি। এরপর নিজের ভাইকে নিয়ে পার্লারের জন্য বেরিয়েছিলেন রিঙ্কু। দীর্ঘ সময় হয়ে গেলেও তাঁরা কেউ ফিরছে না দেখে শুরু হয় ফোন করা। কিন্তু ফোনেও পাওয়া যায়নি তাঁদের। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও খোঁজ পাওয়া যায়নি নববধূর। দুশ্চিন্তা দেখা যায় দুই পরিবারের সদস্যদের মধ্যেই। শেষপর্যন্ত বরপক্ষ ও কনেপক্ষ স্থানীয় পঞ্চায়েত সদস্যদের সঙ্গে আলোচন করেন। এরপরেই শামুকতলা থানায় নববধূর নিখোঁজের অভিযোগ দায়ের হয়।
ঘটনায় ভেঙে পড়েছেন সদ্য বিবাহিত বাবলু মণ্ডল। বাবলুর বাবা বিদ্যুৎ মণ্ডল জানিয়েছেন, ছেলের বিয়েতে প্রায় পাঁচ লক্ষ টাকা খরচ হয়েছে। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছে ছেলে। এই গোটা ঘটনায় পুলিশের কাছে লিখিত অভিযোগ করা হবে বলেও জানিয়েছেন বিদ্যুৎ মণ্ডল। ঘটনায় মাথায় আকাশ ভেঙে পড়েছে কনেরবাড়ির সদস্যদের উপরেও। মহিলাদের মধ্যে কান্নার রোল উঠেছে। রবিবার বউভাত হওয়ার কথা ছিল। তার আগেই এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.