সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুবকের উপস্থিত বুদ্ধির জোরে ১৪ তলা থেকে পড়েও বেঁচে গেল দু’বছরের শিশু। ঘটনাটি মহারাষ্ট্রের থানের দেবিচাপাড়া এলাকার। শিশুটিকে পড়তে দেখে ছুটে যান ওই যুবক। সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। (ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। যা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। পাশাপাশি যুবককে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন তাঁরা। কী দেখা গিয়েছে ভিডিওতে?
জানা গিয়েছে, একটি বহুতলের ১৪ তলার বারান্দায় খেলছিল শিশুটি। আচমকা গ্রিলের ফাঁক গলে পড়ে যায় সে। সেই সময় নিচে রাস্তা দিয়ে যাচ্ছিলেন যুবক ভবেশ মাত্রে। ভিডিওতে দেখা গিয়েছে, হঠাৎই তীব্র গতিতে ছুটছেন ভবেশ। তিনি লুফে নেওয়ার চেষ্টা করেন শিশুটিকে। তা সম্ভব না হলেও, শেষতক মাটিতে পড়লেও বড়সড় আঘাত পায়নি দু’বছরের শিশু। কারণ ভবেশের হাতে পড়ে মাটিতে পড়ে সে। গতি কমে যাওয়ায় প্রাণে বেঁচে যায় শিশুটি।
: A thrilling incident in , a two-year-old boy fell from the third floor of a 13-storey building. Seeing the child falling down, a young man named Bhavesh Mhatre, living in the building, jumped to save the child without caring for his life.
— Siraj Noorani (@sirajnoorani)
সমাজমাধ্যমে এই ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। পাশাপাশি যুবককে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন সকলে। ভবেশ জানান, তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। শিশুটিকে পড়ে যেতে দেখে দুবার ভাবেননি। দ্রুত ছুটে যান। ভবেশ বলেন, “সাহস আর মানবিকতার চেয়ে বড় ধর্ম হয় না।” স্থানীয়রা জানান, এই কাজের জন্য ভবেশকে সংবর্ধনা দেওয়ার কথা ভাবা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.