Advertisement
Advertisement
Chinese man

নিকুচি করেছে সংসারের! বিয়ে করে বিরক্ত যুবক হলেন গুহাবাসী

কীভাবে দিন কাটে তাঁর?

Chinese man lives in a Cave after quitting job
Published by: Subhankar Patra
  • Posted:June 13, 2025 6:44 pm
  • Updated:June 13, 2025 6:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ে, সাংসারিক জীবন নিয়ে বিরক্ত! দিনের পর দিন পরিবারের ইচ্ছা পূরণ করতে করতে ক্লান্ত। তার উপর আত্মীয়রা বিশ্বাসঘাতকতা করেছেন। তাতেই বাড়ি ঘর ছেড়ে নির্জন স্থানে গুহায় বসাবাস করছেন চিনের এক বাসিন্দা।

চিনের সিচুয়ান প্রদেশের বাসিন্দা মীন হেংচাই। ৩৫ বয়সি এই যুবক গাড়ির চালক হিসাবে কাজ করতেন। মাসিক বেতন ছিল ১৪০০ মার্কিন ডলার। তার পরিবারে ব্যাঙ্কের ঋণ ৪২ হাজার মার্কিন ডলার। পরিবারের ঋণ তাঁকে একাই বহন করতে হত। সেই দায়িত্ব পালনে হাফিয়ে উঠছিলেন হেংচাই। তার উপর বাড়ির লোক তাঁকে না জানিয়ে পারিবারিক সম্পত্তি বিক্রি করে দেন। তাতেই ঘর সংসার ছেড়ে নির্জন গুহার জীবন বেছে নিয়েছেন তিনি। ৫০ স্কোয়্যার মিটার গুহায় দিন কাটাছেন হেংচাই। কীভাবে দিন কাটে তাঁর?

সকাল আটটায় ঘুম থেকে উঠে পড়েন হেংচাই। কাছেই হাঁটতে বেরন। নিজের নতুন বাড়ির (গুহা) চারপাশ পরিষ্কার করেন। নিজের হাতে লাগানো ফসলের তদারকি করেন। এসব করেই দিন কাটে। রাত ১০টা নাগাদ ঘুমিয়ে পড়েন। সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল এই চিনা নাগরিক। তাঁর ৪০ হাজারে কাছাকাছি ফলোয়ার রয়েছে। কিন্তু বাড়ি, সংসার ছেড়ে এই নির্জন স্থানে থাকেন কেন?

হেংচাই জানিয়েছেন, বিবাহ ব্যাপারটা সময় ও টাকার অপচয়। সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়া খুব কঠিন। যা পাওয়ার সম্ভাবনা খুব কম তা খোঁজার চেষ্টা করা ব্যর্থ বলে মনে করেন তিনি। হেংচাইয়ের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই নেট নাগরিকরা দু’ভাগে ভাগ হয়ে গিয়েছে। কেউ কেউ বলছেন তিনি আসল দার্শনিক। কারও মতো হেংচাইয়ের এই গুহাবাস লোক দেখানো। তবে ভালোই দিন কাটছে এই চিনা নাগরিকের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement