সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজস্ব পরিসরে তাদেরও রাজত্ব রয়েছে, রানির নিরাপত্তার দায়িত্বে সদা তৎপর সেনা বা শ্রমিকরা। তবে কিনা মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচন (Madhya Pradesh Assembly Election) নিয়ে হেলদোল নেই তাদের। ফলে কংগ্রেস (Congress) কর্মীদের রেয়াত করেনি মৌমাছির ঝাঁক। শনিবার রাজ্যের পাডলি নামের এক গ্রামে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছিলেন কংগ্রেসের নেতা-কর্মীরা। মৌমাছির হামলায় ভেস্তে গেল সেই কর্মসূচি। প্রাণ বাঁচাতে দলীয় কর্মীদের রুদ্ধশ্বাস দৌড় ভাইরাল হল সোশাল মিডিয়ায়।
এদিন ইছাওয়ার বিধানসভা এলাকার পাডলি গ্রামে দলের সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছিলেন কংগ্রেসের কর্মীরা। সকাল থেকে নির্বিঘ্নেই চলছিল সেই কর্মসূচি। কিন্তু এক বাড়ির কাছের খোলা মাঠ, গাছগাছালি ডিঙিয়ে অন্য বাড়িতে যাওয়ার পথে মৌমাছির হামলার মুখে পড়েন এক দল কংগ্রেস কর্মী।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, মৌমাছির হামলা থেকে বাঁচতে যে যেদিকে পারছেন দৌড়ে পালাচ্ছেন কংগ্রেস কর্মীরা। মাঠে শেষ প্রান্ত অবধি দৌড়ে তবে নিশ্তার পান। প্রশ্ন উঠছে, হঠাৎ মৌমাছির দল হামলা চালাল কেন? চাকে ঢিল মারল কে? না, এই বিষয়ে বিরোধী গেরুয়া শিবিরকে দোষী করেনি কংগ্রেস।
মাঝে মধ্যপ্রদেশে ভোটপ্রচারে বেরিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল বিজেপির একটি গাড়ি। তাতে মৃত্যু হয়েছিল ৩ জনের। মৌমাছির হামলায় অবশ্য তেমন খারাপ কিছু ঘটেনি। উল্লেখ্য, আগামী ১৭ নভেম্বর মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.