সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মৃত’ মানুষ উঠে দাঁড়াল, এমনকি কথাও বলল। হ্যাঁ, একদম ঠিক পড়ছেন। মধ্যপ্রদেশের সাগর জেলায় এমন এক ঘটনা ঘটে গেল, যা টানটান থ্রিলারের চিত্রনাট্যকেও হার মানাবে। সোমবার দুপুরের দিকে পুলিশ খবর পায়, খুরাই গ্রামীণ থানা এলাকায় ধানোরা ও ব্যাংখিরিয়া গ্রামের মাঝামাঝি এক ব্যক্তির দেহ পাওয়া গিয়েছে। রাস্তার ধারে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। একটি মোটর সাইকেলও দেখেন তাঁরা। ঘন্টাছয়েক পরেও একইরকম অবস্থায় দেখে গ্রামবাসীরা ধরেই নেন দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এরপরই পুলিশে খবর দেন তাঁরা।
স্থানীয় থানার পুলিশকর্তা হুকুম সিং সদলবলে ঘটনাস্থহলে পৌঁছান। এমনকী শববাহী গাড়িও ডাকা হয়। ওই ‘মৃতদেহ’ ঘিরে ততক্ষণে ভিড় জমিয়েছেন আশেপাশের গ্রামের মানুষ। পুলিশের তদন্তে কী হয়, তা জানার অপেক্ষাতেই ছিলেন তাঁরা। কিন্তু কেউ কি আর জানতেন, এরপরের ঘটনা কী হতে চলেছে! পুলিশ ও গ্রামবাসীরা যখন দেহ তুলতে যান তখন হঠাৎই কেঁপে ওঠেন ‘মৃত’। নড়ে চড়ে বসে, শেষ পর্যন্ত উঠে দাঁড়ান। এবং সকলের উদ্দেশ্যে ফিল্মি স্টাইলে বলেন, ‘আমি বেঁচে আছি সাহেব ‘। ওই ব্যক্তির কাণ্ডকারখানা দেখে প্রত্যক্ষদর্শীরা ভূত দেখার মতো চমকে ওঠেন। নিজের চোখকেই তাঁরা বিশ্বাস করতে পারছিলেন না।
ওই ব্যক্তির শারীরিক অবস্থা স্থিতিশীল হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, প্রচুর পরিমাণে মদ্যপান করার ফলেই তাঁর এই অবস্থা হয়েছে। মদ্যপান করে ফেরার সময় হঠাৎই শরীরে অস্বস্তি অনুভব করেন তিনি। বাইকটি দাঁড় করাতে গিয়েই ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান তিনি। এতটাই নেশায় আচ্ছন্ন হয়ে গিয়েছিলেন যে আর উঠতে পারেননি তিনি। বেশ কয়েকঘন্টা অজ্ঞান হয়েই পড়েছিলেন তিনি। পুলিশ ওই ব্যক্তিকে বাড়ি পৌঁছে দিয়েছেন।
এমন অদ্ভূত ঘটনার সাক্ষী হয়ে গ্রামবাসীরা হতবাক। সাফ জানাচ্ছেন, এমন একটা ঘটনা ঘটে যাবে কল্পনাও করতে পারেননি। সকলেই ভেবেছিলেন ওই ব্যক্তি মারা গিয়েছেন। কিন্তু মৃত ব্যক্তিকে ওইভাবে উঠে দাঁড়াতে দেখে সকলে ভেবেছিলেন, ভূত দেখছেন। যদিও ‘মৃত’ মানুষকে ‘জ্যান্ত’ অবস্থায় বাড়ি ফিরতে দেখে খুশি তাঁরা। ঘটনার পর থেকেই গোটা জেলা জুড়ে রীতিমতো চর্চায় রয়েছেন ওই ব্যক্তি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.