Advertisement
Advertisement
Gwalior railway platform

ঝগড়া করে বাড়ি ছেড়েছেন স্ত্রী! খুঁজতে গিয়ে প্ল্যাটফর্মে গাড়ি তুললেন স্বামী, তারপর…

ভাইরাল ঘটনার মুহূর্তের ভিডিও।

Drunk man drives car on Gwalior railway platform
Published by: Gopi Krishna Samanta
  • Posted:July 11, 2025 7:46 pm
  • Updated:July 11, 2025 7:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝগড়া করে বাড়ি ছেড়ে পালিয়েছেন স্ত্রী। সেকারণেই মদ্যপান করার পর স্ত্রীকে খুঁজতে বেরলেন স্বামী। তবে স্ত্রীকে খুঁজতে গিয়ে স্বামীর ঠাঁই হল শ্রীঘরে। 

Advertisement

বৃহস্পতিবার রাত ৩টে নাগাদ গোয়ালিয়র স্টেশনে টহল দেওয়ার সময় সাব-ইন্সপেক্টর রবীন্দ্র সিং রাজওয়াত দেখতে পান একটি সাদা গাড়ি প্লাটফর্মের উপর দিয়ে যাচ্ছে। এরপরেই দলবল নিয়ে তিনি ঝাঁসির দিক থেকে আগ্রার দিকে যাওয়া গাড়িটিকে দাঁড় করান। এদিকে মধ্যরাতে প্ল্যাটফর্মের মধ্যে গাড়ি উঠে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।

গাড়িটিকে দাঁড় করানোর পাশাপাশি চালককে জিজ্ঞাসাবাদ করতে থাকেন ওই পুলিশ আধিকারিক। জিজ্ঞাসাবাদের সময় নীতীন জানান, তাঁর সঙ্গে ঝগড়া হওয়ার পরই স্ত্রী তাঁকে ছেড়ে চলে গিয়েছেন। এরপরই মদ্যপান করার পর তিনি স্ত্রীকে খুঁজতে বেরিয়েছেন। এরপরেই রেল পুলিশের আধিকারিকরা প্ল্যাটফর্ম থেকে গাড়িটিকে সরিয়ে নিয়ে যান। প্ল্যাটফর্মের মধ্যে এভাবে গাড়ি তোলার কারণে গ্রেপ্তার করা হয় নীতীনকে। গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়।

এই ঘটনা নিয়ে বলতে গিয়ে ঝাঁসি রেলওয়ে ডিভিশনের পাবলিক রিলেশন অফিসার মনোজ কুমার বলেন, “এক মদ্যপ যুবক প্ল্যাটফর্মের মধ্যে গাড়ি চালাচ্ছিলেন। রেল পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে। তৎপরতার সঙ্গে গাড়িটিকে প্ল্যাটফর্ম থেকে বের করে আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে স্ত্রীর সঙ্গে ঝগড়া হওয়ার কারণে ওই যুবক এমন কাণ্ড ঘটিয়েছে। তবে তাঁকে মনে রাখতে হত প্ল্যাটফর্মের মধ্যে গাড়ি নিয়ে ওঠা যায় না।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement