Advertisement
Advertisement
UttarPradesh

মদ্যপ অবস্থায় গাড়ি নিয়ে সটান প্লাটফর্মে যুবক, আতঙ্কে ছোটাছুটি যাত্রীদের, ভিডিও ভাইরাল

দেখে নিন ঘটনার মুহূর্তের ভিডিও।

Drunk man drives car onto railway station platform in UttarPradesh
Published by: Gopi Krishna Samanta
  • Posted:August 3, 2025 5:59 pm
  • Updated:August 3, 2025 6:15 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মদ্যপ অবস্থায় গাড়ি নিয়ে প্ল্যাটফর্মে হাজির এক যুবক! সেখানেই চালাতে থাকলেন গাড়ি। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। ভয়ে এদিক-ওদিক ছুটতে শুরু করেন সকলে। শুক্রবার রাতে উত্তরপ্রদেশের মেরট ক্যানটনমেন্ট স্টেশনের এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে।

Advertisement

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ট্রেন যাচ্ছে প্ল্যাটফর্মের পাশ দিয়ে। সেই সময় প্ল্যাটফর্মের পাশ দিয়ে গাড়ি চালাচ্ছেন ওই যুবক। পরে জিআরপি গাড়ি-সহ ওই যুবককে আটক করে। জিজ্ঞাসাবাদের সময় ওই যুবক জানান, তিনি আর্মিতে কর্মরত। এদিকে যে গাড়িটি নিয়ে তিনি প্ল্যাটফর্মে ঢুকে পড়েছিলেন সেই গাড়িটির রেজিস্ট্রেশন ঝাড়খণ্ডের বলে জানা গিয়েছে।

এই ঘটনার খবর চাউর হতেই শোরগোল পড়ে যায়। বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডেলে বিবৃতি দেয় মোরাদাবাজ জিআরপি। একটি পোস্টে তারা লেখে, ‘মেরটের জিআরপি এবং আরপিএফ ওই যুবককে ধরে। তাঁকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইন মেনে যা ব্যবস্থা নেওয়ার, তা নেওয়া হবে।’

গত মাসে মদ্যপ অবস্থায় গাড়ি নিয়ে প্ল্যাটফর্মে ঢুকে পড়েছিলেন ঝাঁসির এক যুবক। প্ল্যাটফর্মের মধ্যে গাড়ি উঠে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল যাত্রীদের মধ্যে।পরে ওই মদ্যপ যুবককে আটক করার পর পুলিশ জানতে পেরেছিল ঝগড়া হওয়ার পর তাঁর স্ত্রী বাড়ি থেকে চলে গিয়েছেন। সেকারণেই স্ত্রীকে খুঁজতে বেরিয়েছিলেন তিনি। পরে গাড়িটি বাজেয়াপ্ত করার পাশাপাশি ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ