সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সমবয়সী’রা সকলেই স্কুলে যায়। পড়াশোনা করে, স্কুলের বন্ধুদের সঙ্গে খেলাধুলো-দুষ্টুমি সবই করে। সেই দেখেই কি হাতির ছানারও সাধ হল স্কুলে পড়ার? তেমনটাই কিন্তু মনে হচ্ছে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও দেখে। খুদে গজরাজের মিষ্টি ভিডিও দেখে নেটদুনিয়ার প্রশ্ন, স্কুলে ভর্তি হতে গিয়েছিল নাকি?
জানা গিয়েছে, ভাইরাল ভিডিওটি কেরলের। সেরাজ্যের ওয়ানড়ের একটি সরকারি প্রাথমিক স্কুলের ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে, গুটিগুটি পায়ে স্কুলের বারান্দায় উঠে পড়েছে হাতির ছানা। গদাইলস্করি চালে বারান্দা ধরে এগিয়েও যায় দিব্যি। একটি দরজা খোলা পেয়ে সেখানে উঁকিও দেয়। তবে শেষ পর্যন্ত বোধহয় স্কুল পছন্দ হয়নি। তাই ফিরে চলে আসে।
স্কুলের বারান্দায় হাতি হেঁটে বেড়াচ্ছে, সেই দৃশ্য দেখে অবশ্য পড়ুয়ারা বেশ ভয় পেয়ে গিয়েছে। চোখ বড় বড় করে তারা দেখেছে, স্কুলের বারান্দায় হাতি ঘুরছে। তবে বেশ খানিকক্ষণ স্কুল চত্বর ঘুরে দেখার পর হস্তিশাবকটি চলে যায়। সেই ভিডিও দেখে নেটিজেনদের একাংশের রসিক প্রশ্ন, ‘ও মনে হয় স্কুলে ভর্তি হতে চায়, তাই ঘুরে দেখে গেল।’ আবার কেউ বা বলছেন, ‘ওই স্কুলের পড়ুয়া ছিল, এখন টিসি নিতে স্কুলে এসেছে।’ আবার অনেকে বলছেন, ‘হোমওয়ার্ক না করার দরুণ শাস্তি পেয়েছে ওই হস্তিশাবক।’
View this post on Instagram
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে চেকাড়ি প্রাথমিক স্কুলে। সেখানে সবমিলিয়ে ১১৫ জন পড়ুয়া রয়েছে। জঙ্গলের খুব কাছেই স্কুলটি অবস্থিত। স্কুলের আশেপাশে মাঝেমাঝেই হাতি দেখা যায় বলে খবর। বিশেষত রাতের দিকে স্কুলের সামনে দিয়েই চলাফেরা করে হাতির পাল। তবে স্কুল চলাকালীনই হাতির ছানার সফরের ভিডিও হু হু করে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.