Advertisement
Advertisement
Employee

উলটপুরাণ, অফিসে কাজের চাপ নেই, ২০ দিনেই নতুন চাকরি ছাড়লেন যুবক!

সামাজিক মাধ্যমে ভাইরাল পোস্ট।

Ex-Microsoft employee quits new job in 20 days why explains colleague
Published by: Subhankar Patra
  • Posted:August 29, 2025 8:34 pm
  • Updated:August 29, 2025 8:36 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অফিসের কাজের চাপ নাস্তানাবুদ হন না, এমন চাকরিজীবি খুঁজে পাওয়া মুশকিল। কাজের চাপ কম থাকলেও মুখে অবশ্য কেউ বলেন না।  কিন্তু এ যেন উলট পুরাণ! অফিসে কাজের চাপ কম বলে চাকরি থেকে ইস্তফা দিলেন যুবক।

Advertisement

সামাজিক মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়েছে। সেখানে মণিষা গোয়েল নামে এক যুবতী পোস্ট করে জানিয়েছেন, সিঙ্গাপুর থেকে তাঁদের সংস্থায় যোগ দেন এক যুবক। তিনি আইটি জায়েন্ট মাইক্রোসফট থেকে তাঁদের কোম্পানিতে আসেন। কিন্তু ২০ দিনের মধ্যেই তিনি কাজ ছেড়ে দেন। যুবতী সহকর্মীকে কাজ ছাড়ার কারণ জিজ্ঞাসা করলে যুবক নাকি বলেন, এখানে (নতুন সংস্থায়) কাজের চাপ কম। তাই তিনি চাকরি ছেড়ে দিতে চান। তিনি লেখেন, ‘ আমি ওকে জিজ্ঞাসা করি কেন চাকরি ছাড়ছ? উত্তর আসে, আমি যদি এখানে কাজ চালিয়ে যাই, তাহলে আমার উন্নতি থমকে যাবে। আমি ৪৫ বছর বয়সে এইটা উপভোগ করতাম। কিন্তু আমি এখন উন্নতি করতে চাই।’ এই নিয়ে যুবতীও অবশ্য কটাক্ষ করেত ছাড়েননি। তিনি লিখেছেন, ‘আমি এই কোম্পানিতে গত ২ বছর ধরে আরামই করছি।’

পোস্টটি দ্রুত গতিতে ভাইরাল হয়েছে। একজন লিখেছেন, ‘যুবক ঠিকই করেছেন। আপনি যদি সত্যিই উন্নতি করতে চান, তাহলে অবশ্যই পরিশ্রম করতে হবে। প্রকৃত কাজ বা উন্নতির সুযোগ ছাড়া এমন একটি কোম্পানিতে বসে থাকা উপভোগ্য। কিন্তু এটি আপনার কেরিয়ার ধ্বংস করে দেয়।’ অন্য একজন সম্পূর্ণ বিপরীত মত প্রকাশ করেছেন। তিনি লেখেন, ‘সিঙ্গাপুরের ওই লোকটা বোকা। তিনি যদি ৪৫ বছর বয়সেও বেঁচে না থাকেন। সুযোগ পেয়ে কিছুটা আরাম করে নেওয়াই ভালো।’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ