Advertisement
Advertisement
Gaziabad

পথকুকুরকে খাওয়ানোর ‘শাস্তি’, গাজিয়াবাদে ৩৮ সেকেন্ডে মহিলাকে ৮ চড় যুবকের!

আটক হওয়া যুবকের পালটা দাবি, ওই মহিলাই তাঁকে আগে মেরেছেন।

Gaziabad woman feeding stray dogs slapped 8 times in 38 seconds
Published by: Anustup Roy Barman
  • Posted:August 24, 2025 5:29 pm
  • Updated:August 24, 2025 5:29 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি পথকুকুর প্রসঙ্গে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ নিয়ে উত্তাল হয়েছে দেশ। সুপ্রিম কোর্টের রায়ের পরে রাস্তায় নেমে প্রতিবাদে শামিল হয়েছেন সাধারণ মানুষ। এরই মাঝে পথকুকুরদের খাওয়ানোর ‘অপরাধে’ চড় খেলেন এক মহিলা। অভিযোগ, গাজিয়াবাদের ওই মহিলাকে মাত্র ৩৮ সেকেন্ডে পরপর ৮টি চড় মারেন কমল খান্না নামের ওই যুবক! কমলকে আটক করেছে পুলিশ।

Advertisement

পথকুকুরদের বিষয়ে নিজের আগের রায় সংশোধন করেছে সুপ্রিম কোর্ট। সেদিন রাতেই গাজিয়াবাদের রাস্তায় নির্ধারিত জায়গায় পথকুকুরদের খাওয়াচ্ছিলেন ইয়াশিকা শুক্লা নামে এক মহিলা। সেই সময়ে কাছের একটি আবাসন থেকে বেরিয়ে আসেন কমল। অভিযোগ, ইয়াশিকাকে কুকুরদের খাওয়াতে দেখেই এলোপাথাড়ি চড় মারতে শুরু করেন ওই মহিলাকে। মাত্র ৩৮ সেকেন্ডের মধ্যেই ৮বার ইয়াশিকাকে চড় মারেন কমল!

প্রত্যক্ষদর্শীরা জানান, মার খাওয়ার সময়ে ওই মহিলা তাঁর সঙ্গীকে ঘটনার ভিডিও করতে বলেন। তা শুনে পালটা হুমকি দিয়ে কমলও বলেন, “ভিডিও করুন”। এরপরেই ওই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন ওই মহিলা। কমলের আবার অভিযোগ, তাঁকেই আগে মেরেছেন ইয়াশিকা।

শুক্রবার নিজের রায় সংশোধন করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, সব পথকুকুরকে রাস্তা থেকে সরিয়ে শেল্টার হোমে পাঠানো হবে না। শীর্ষ আদালত জানাল, টিকা দেওয়ার পরে পথকুকুরদের আশ্রয়কেন্দ্র থেকে ছেড়ে পুরনো এলাকায় ফেরত পাঠানো যেতে পারে। দিল্লির পথকুকুরদের নিয়ে সুপ্রিম কোর্টের আগের রায়ের পরই দেশজুড়ে বিতর্ক তৈরি হয়। প্রতিবাদ জানান পশুপ্রেমীরা। এহেন পরিস্থিতিতে শীর্ষ আদালত জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখবে সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ। তার মাঝেই গাজিয়াবাদের রাস্তায় এমন অদ্ভূত ঘটনা ঘটে গেল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ