Advertisement
Advertisement
Bardhaman

জাল তুলতেই চক্ষু ছানাবড়া মৎস্যজীবীদের! বর্ধমানে জল থেকে উঠল বিশালাকার সরীসৃপ

ঘটনায় শোরগোল ছড়িয়েছে এলাকায়।

Giant snake caught in fishermen's net in Bardhaman
Published by: Subhankar Patra
  • Posted:June 22, 2025 5:51 pm
  • Updated:June 22, 2025 5:51 pm  

অর্ক দেব, বর্ধমান: প্রতিদিনের মতো জাল পেতে ছিলেন মৎস্যজীবীরা। ভরা নদীতে ভালো মাছ পাওয়া যাবে আশা ছিলেন প্রত্যেকে। কিন্তু জাল তুলতেই দেখেন বিশালাকার সাপ। সেটাও খুব একটা অস্বাভাবিক নয়! বর্ষার সময় মাঝে মধ্যেই এই ঘটনা ঘটে। কিন্তু জাল টেনে তুলতেই চক্ষু ছানাবড়া জেলেদের। বিশালাকার সাপটি তাঁদের অচেনা। গায়ে গায়ে ছোপ রয়েছে অনেকটা ময়ালের মতো। কিন্তু তাঁদের দাবি সেটি ময়াল নয়।

রবিবার ঘটনাটি ঘটেছে বর্ধমানের দামোদর নদীতে। প্রতিদিনের মতো সদরঘাটের কাছে দামোদরে জাল পেতেছিল এলাকার মৎস্যজীবীরা। রবিবার সকালে সেই জাল তুলতে গিয়ে মৎস্যজীবীরা অবাক। দেখেন তাদের জালে বিশালাকার একটি সাপ আটকে পড়েছে তবে সাপটির কি নাম তা জানা যায়নি। শেষ পযর্ন্ত জালটি তোলার পর দেখা যায় সাপটি মারা গিয়েছে। ঘটনায় অবাক মৎস্যজীবী থেকে স্থানীয়রা। সাপটি দেখতে ভিড় জমিয়েছেন গ্রামবাসীরা।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “বর্ষাকালে মৎস্যজীবীদের মাঝে মধ্যেই জালে সাপ উঠে আসে। বিভিন্ন সময়ে বড় আকারের সাপ উঠে আসে। তবে আজ যে সাপটি দেখলাম, তা আগে দেখিনি। বিশালাকার সাপটিকে ডাঙায় তোলার আগে সেটি মারা যায় শুনেছি।” ঘটনায় শোরগোল ছড়িয়েছে এলাকায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement