Advertisement
Advertisement
Better than Deepika

দীপিকার থেকেও ভাল! ‘বেশরম রং’ গানে তরুণীর নাচ দেখে মুগ্ধ নেটিজেনরা

যে গান নিয়ে 'পাঠান'-এর মুক্তির আগে বিতর্ক হয়েছিল, সেই গানই এখন তুমুল জনপ্রিয়।

Here is how netzens reacted on video of a girl dancing to Pathaan’s Besharam Rang | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:February 17, 2023 8:31 pm
  • Updated:February 17, 2023 8:31 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালো টপ, আর বাহারি স্কার্ট পরনে। নির্মেদ শরীর মোহাচ্ছন্ন হয়ে তাল মেলাচ্ছেন ‘বেশরম রং’ (Besharam Rang) গানের ছন্দে। তরুণীর এমন ভিডিও দেখেই মুগ্ধ নেটিজেনরা। এ নাচ নাকি দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) থেকেও ভাল। এমনই মত অনেকের।

Advertisement

Better-than-Deepika-1

ইনস্টাগ্রাম প্রোফাইল সূত্রে জানা যাচ্ছে, লাস্যময়ী এই তরুণীর নাম সৃষ শুক্লা। এমন নানা ভিডিও তাঁর প্রোফাইলে দেখা যায়। আর তা দেখেন পাঁচ লক্ষেরও বেশি ফলোয়ার। ২৫ জানুয়ারি ‘পাঠান’ (Pathaan) সিনেমার ‘বেশরম রং’ গানটির ভিডিও আপলোড করেন সৃষ।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

সেই গানটিই এতদিনে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কেউ তাঁকে ‘হট’ বলে প্রশংসা করেছেন, কেউ আবার দিয়েছেন ‘সেক্সি’ তকমা। অনেকে দীপিকার সঙ্গেও তুলনা করে বসেছেন।

Better-than-Deepika-2

[আরও পড়ুন: একঘেয়ে গল্পে ডুবল ‘শেহজাদা’, বলিউডের রাজপুত্র হতে পারলেন না কার্তিক আরিয়ান]

উল্লেখ্য, ২৫ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পায় ‘পাঠান’। তার আগে ‘বেশরম গান’ নিয়ে প্রবল আপত্তি তোলা হয়েছিল। নায়িকা দীপিকা পাড়ুকোনের পোশাক নিয়েও করা হয়েছিল তীব্র কটাক্ষ। ট্রেন্ডিং হয়েছিল ‘বয়কট পাঠান’ হ্যাশট্যাগ। কিন্তু শাহরুখের কামব্যাক ছবির মুক্তির দিন যত এগিয়ে আসে ততই বিতর্কের রং ফিকে হয়। এখন এই গানই জনপ্রিয়তার শিখরে।

Better-than-Deepika

শুক্রবার ছবির প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের পক্ষ থেকে যে হিসেবে দেওয়া হয়েছে সেই অনুযায়ী সারা বিশ্বে ৯৭৬ কোটি টাকার ব্যবসা করেছে ‘পাঠান’। ভারতে ছবির আয় ৬০৯ কোটি টাকা। আর বিদেশে ৩৬৭ কোটি টাকা। অর্থাৎ হাজার কোটির মাইলস্টোন ছোঁয়া শুধুই কিছু সময়ের অপেক্ষা।

Pathaan Collection 1
[আরও পড়ুন: নুসরতের প্রেমে ‘ম্যাড’ মিকা সিং, ভিডিও শেয়ার করে গায়ককে ‘ভালবাসা’ পাঠালেন সাংসদ-অভিনেত্রী]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ