সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতাল মানেই রোগীর ভিড়, টেনশন আর ওষুধ-ফিনাইলের গন্ধ। কিন্তু সত্যিই কি তাই? মধ্যপ্রদেশের রাজগড়ের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।সেখানে দেখা যাচ্ছে হাসপাতালের মধ্যেই তরুণীর সঙ্গে বিয়ে হচ্ছে এক তরুণের। কিন্তু কেন?
আসলে শোনা যাচ্ছে, বিয়ের আগেই অসুস্থ হয়ে পড়েন কনে। তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে।কিন্তু স্রেফ এই কারণেই বিয়েতে বিলম্ব করতে রাজি ছিলেন না তাঁর পাণিপ্রার্থী।শেষমেশ হাসপাতালের মধ্যেই চার হাত এক হল যুগলের। ভিডিওটি ভাইরাল হয়েছে দ্রুত। ভালোবাসার এমন দৃশ্য দেখে অভিভূত নেটিজেনরা। অবশ্য অন্য মতও রয়েছে।
জানা গিয়েছে, গত ৩০ এপ্রিল বিয়ে হওয়ার কথা ছিল আদিত্য সিং এবং নন্দিনীর। এদিকে তার কয়েকদিন আগে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন নন্দিনী। চিকিৎসকরা তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন। এদিকে পঞ্জিকা মতে ‘শুভ দিনে’ বিয়ে না হলে দু’বছর আর এক হতে পারবেন না বর-কনে। এই পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সেখানেই বিয়ের আসর বসানো হয়। সেখানেই নতুন জীবনের পথ চলার অঙ্গীকারবদ্ধ হলেন দু’জনে।
💑 प्यार हो तो ऐसा!
UP के राजगढ़ में दूल्हा बारात लेकर पहुंचा अस्पताल, वहीं रचाई शादी 👰♀️🤵
बीमार दुल्हन की हालत देख नहीं रुका, निभाया हर वादा ❤️
शादी से 5 दिन पहले भर्ती हुई थीं दुल्हन— Arth Parkash (@arthparkash1)
বিয়ের সময় পরিবারের হাতে গোনা কয়েকজন সদস্যকে উপস্থিত থাকতে দেখা গিয়েছে। আদিত্যর মধ্যে বিয়ে নিয়ে উচ্ছাস দেখা গেলেও, নন্দিনীকে সেভাবে উচ্ছ্বসিত দেখায়নি। যদিও বিয়ের সমস্ত রীতি তিনি পালন করেছেন বলে জানা গিয়েছে।
এদিকে এই বিয়ে নিয়ে নেটিজেনদের মধ্যে দ্বিমত দেখা গিয়েছে। কেউ কেউ বিয়ের পক্ষে থাকলেও, অনেকে মনে করছেন অসুস্থ অবস্থায় এভাবে তাড়াহুড়ো করে বিয়ে না করে আরও কিছুদিন অপেক্ষা করতে পারত বর-কনে দু’পক্ষের পরিবার। আবার অনেকেই বলছেন ভালোবাসা সঠিক হলে সেটা কোনও বাধাতেই আটকায় না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.