সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বাইক বা গাড়ি কিনলে পুজো দেওয়ার রীতি এদেশের হিন্দুদের (Hindu) মধ্যে খুবই প্রচলিত। ফুল, সিঁদুর মাখানো গাড়ি-বাইক চারপাশে একটু চোখ মেললেই দেখা যায়। কিন্তু তা বলে হেলিকপ্টার (Helicopter) কিনে ‘বাহন পুজো’? এমনই দৃশ্যের সাক্ষী হল তেলেঙ্গানা (Telenghana)। সেরাজ্যের বিজেপি নেতা বিদ্যাসাগর রাওয়ের ভাই বিরাট ব্যবসায়ী। প্রবল ধনী সেই ব্যক্তি নতুন কেনা হেলিকপ্টারের পুজো দিতে এলেন শ্রীলক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে। ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে।
দেশের অন্যতম দ্রুতগতিতে বাড়তে থাকা পরিকাঠামো নির্মাণকারী সংস্থা প্রতি গ্রুপের মালিক বইনপল্লি শ্রীনিবাস রাও। বিজেপি নেতার ভাই এই প্রবল ধনী ব্যক্তিকেই দেখা গেল সপরিবারে আকাশে হেলিকপ্টার উড়িয়ে মন্দিরে গিয়ে পুজো দিতে।
Boinpally Srinivas Rao, the proprietor of the Prathima business, bought an Airbus ACH 135 and used it for the “Vahan” puja at the Yadadri temple dedicated to Sri Lakshmi Narasimha Swamy. Costing $5.7M, the opulent helicopter.
— Mohd Lateef Babla (@lateefbabla)
তিনজন পুরোহিত অংশ নেন সেই পুজোয়। তাঁর পরিবারের সদস্যরাও সেখানে ছিলেন। সকলে মিলে তাঁরা অংশ নেন পুজোটিতে। যা দেখে চমকে গিয়েছেন সবাই। গাড়ি-বাইক নয়, হেলিকপ্টার পুজো দিতে যাওয়ার কাণ্ড ঘটিয়ে তাক লাগিয়ে দিয়েছেন ওই ব্যবসায়ী।
জানা গিয়েছে ওই হেলিকপ্টারের দাম ৫.৭ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় তা দাঁড়ায় ৪৭ কোটিতে। এই বিপুল দামি হেলিকপ্টারটির ‘বাহন পুজো’র ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। জানা গিয়েছে, লাইটওয়েট রোটোক্র্যাফ্ট H135 অত্যন্ত জনপ্রিয়। এর রক্ষণাবেক্ষণের খরচও বেশ কম। অনেক উঁচুতে উড়তে পারে এই কপ্টার। উড়তে পারে উষ্ণ আবহাওয়াতেও। অন্য হেলিকপ্টারের থেকে অনেক বেশি মাল বইতে সক্ষম এই হেলিকপ্টার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.