সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা পেন্টিং। যার মূল্য ৬১ কোটি ৮০ লক্ষ টাকা! শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই বিপুল দামেই বিক্রি হল পেন্টিংটি। এর আগে কখনও ভারতীয় চিত্রশিল্প এই বিপুল দামে বিক্রি হয়নি। তাই এক ছবিতেই তৈরি হল রেকর্ড।
প্রয়াত শিখ-হাঙ্গেরিয়ান শিল্পী অমৃতা শেরগিলের শিল্প ‘দ্য স্টোরি টেলার’ সম্প্রতি বিক্রি হয়েছে এই রেকর্ড দামে। ১৯৩৭ সালের পেন্টিংটি বিশ্বদরবারে নিলামে তোলা হয়েছিল। আর তাতেই তার দাম উঠল প্রায় ৬২ কোটি টাকা। এই ওয়েল পেন্টিংটি ভেঙে দিয়েছে দেশের পুরনো রেকর্ড। চলতি মাসের শুরুতেই সৈয়দ হায়দার রাজার ‘জেস্টেশন’ পেন্টিংটি বিক্রি হয়েছিল ৫১ কোটি ৭০ লক্ষ টাকায়। তার ১০ দিন কাটতে না কাটতেই শনিবার তৈরি হল নয়া রেকর্ড। ‘দ্য স্টোরি টেলার’ পেন্টিংয়ের মূল্য উঠল ৬১.৮০ কোটি টাকা।
দিল্লিতে বসেছিল নিলামের আসর। স্যাফ্রোনাট সেলে বিক্রি হয় সেই পেন্টিং। এই সংস্থার সিইও জানান, এটি অমৃতা শেরগিলের অন্যতম সেরা কাজ। পেন্টিংয়ের নিলামের দুনিয়ায় অনন্য নজির গড়লেন তিনি।
১৯৪১ সালে প্রয়াত হন অমৃতা শেরগিল। ভারতীয় মহিলা শিল্পীদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য তাঁর নাম। ২০০৬ সালে তাঁর ‘ভিলেজ গ্রুপ’ পেন্টিংটিও সাড়া ফেলেছিল। ৬.৯ কোটিতে বিক্রি হয়েছিল সেই পেন্টিং। যা সেই সময় ছিল রেকর্ড। আর এবার বিশ্বদরবারে ভারতীয় শিল্পকর্ম রেকর্ড অঙ্কে বিক্রি হল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.