প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: থাইল্যান্ডের ফুকেটে কত পর্যটকই সারা বছর বেড়াতে যান! এদেশ থেকেও যান অনেকে। কিন্তু এক ভারতীয় পর্যটক যে অভিজ্ঞতার সম্মুখীন হলেন তা সত্যিই ভয়ংকর। বাঘের সঙ্গে সেলফি তুলতে যেতেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। যা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
২৫ সেকেন্ডের ক্লিপে দেখা যাচ্ছে এক ব্যক্তি বাঘ সঙ্গে নিয়ে হাঁটছেন। আর এই সময়ই তিনি বাঘটির সঙ্গে সেলফিও তুলতে চাইছেন। বাঘের ট্রেনার একটি লাঠি দিয়ে বাঘটিকে বসার নির্দেশ দিচ্ছিলেন। আর এরপরই ঘটে গেল অনর্থ। আচমকাই অতিকায় পশুটি ঝাঁপিয়ে পড়ল পর্যটকের উপরে। তাঁর আর্ত চিৎকারও শোনা যাচ্ছিল ভিডিওয়। স্বাভাবিক যাঁরাই ভিডিওটি দেখছেন তাঁরাই উদ্বেগে ভুগতে শুরু করেছেন যে, বাঘের আক্রমণের মুখে পড়ার পর ওই পর্যটকের কী হল। যিনি ভিডিওটি পোস্ট করেছেন, তিনি অবশ্য সকলকে আশ্বস্ত করে জানিয়েছেন, সামান্য চোটআঘাত লাগলেও তা গুরুতর নয়। সুস্থই রয়েছেন ওই পর্যটক।
Apparently an Indian man attacked by a tiger in Thailand.
This is one of those paces where they keep tigers like pets and people can take selfies, feed them etc etc.
— Sidharth Shukla (@sidhshuk)
কিন্তু কেন বাঘটি এভাবে ক্ষেপে গেল? এক নেটিজেন কমেন্ট সেকশনে দাবি করেছেন, বাঘ কখনই তার শরীরের পশ্চাদভাগে কোনওরকম খোঁচা বরদাস্ত করতে পারেন না। কিন্তু তার প্রশিক্ষক লাগাতার সেটাই করে চলেছিলেন। আর তাতেই মেজাজ হারিয়ে সামনে দাঁড়ানো পর্যটকের উপরে লাফিয়ে পড়ে বাঘটি।
এদিকে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন বিপজ্জনক পশুদের সঙ্গে সেলফি তোলার প্রবণতাটি নিয়ে। এতে যে প্রাণ সংশয় থাকে, সেকথা ভুলে স্রেফ সোশাল মিডিয়ায় কলার তোলার জন্য অনেকেই ঝুঁকি নিতে রাজি হয়ে যান। এতে যে কতটা ঝুঁকি থাকে, তা নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.