সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গলের মধ্যে বারবার ফনা তুলে তেড়ে আসছে বিশালাকার কিং কোবরা। প্রায় খালি হাতে ১৬ ফুট লম্বা সেই কিং কোবরাকে বস্তা বন্দি করছেন এক মহিলা বন আধিকারিক। সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও। জানা গিয়েছে, ওই মহিলা কেরলের পারুথিপল্লী বিটের অফিসার জি এস রোশনি।তাঁর সাপ ধরার ভিডিওটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অবসরপ্রাপ্ত বন আধিকারিক সুশান্ত নন্দা।
জানা গিয়েছে, নিজের আট বছরের কর্মজীবনে এখনও পর্যন্ত ৮০০-র কাছাকাছি সাপ ধরেছেন বিট অফিসার জি এস রোশনি। তবে প্রায় খালি হাতে পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ কিং কোবরা ধরার অভিজ্ঞতা তাঁর ছিল না। এবার সেই রেকর্ডও করে ফেললেন এই মহিলা অফিসার। সেই ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রোশনিকে স্যালুট জানিয়েছেন নেট নাগরিকরা।
My salutations to the green queens & the bravery shown by them in wild🙏
Beat FO G S Roshni, part of Rapid Response Team of Kerala FD rescuing a 16 feet king cobra.This was the 1st time she was tackling a king cobra though she is credited to have rescued more than 800 snakes…
— Susanta Nanda IFS (Retd) (@susantananda3)
ভিডিওতে দেখা যাচ্ছে, এক হাতে একটি সাপ ধরার স্টিক এবং অন্যহাতে একটি কালো ব্যাগ নিয়ে দীর্ঘক্ষণ ধরে বিষধর সাপটিকে ধরার চেষ্টা করছেন ওই মহিলা আধিকারিক। সাপটি পালানোর চেষ্টা করলেও, তাকে ধরতে নাছোড়বান্দা মহিলা আধিকারিক। দীর্ঘ সময় চেষ্টা করার পর অবশেষে সাপটিকে ব্যাগে ভরতে সক্ষম হন তিনি।
ভিডিওটি ভাইরাল হতেই এক একজন এক এক ধরণের মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘ক্যুইন কিংকে ধরতে সক্ষম হয়েছে। তিনি অনেকের অনুপ্রেরণা।’ অন্য একজন লিখেছেন, ‘মহিলা অফিসারের সাহসের প্রশংসা করুন।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.