Advertisement
Advertisement
মাস্ক

মাস্কের আড়াল থেকেই ফুটে উঠবে হাসি মুখ! ফটোগ্রাফারের কেরামতিতে তাজ্জব নেটদুনিয়া

ব্যতিক্রমী মাস্ক তৈরি করে বেশ জনপ্রিয় হয়ে গিয়েছেন কেরলের ফটোগ্রাফার।

Kerala photographer makes masks with your face printed on it
Published by: Sayani Sen
  • Posted:June 1, 2020 7:19 pm
  • Updated:June 2, 2020 8:18 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য সাধ করে নতুন লিপস্টিক কিনলেন। মনে মনে ভাবছেন কোন পোশাকের সঙ্গে এটা ভাল মানাবে? অফিসে দু-একদিন পরে গিয়ে তারিফ জুটল বেশ। কিন্তু সেই সুখ কপালে সহ্য হলে তো? আচমকা লকডাউন। তাই সেজেগুজে অফিস যাওয়া বন্ধ। হালফিলের ওয়ার্ক ফ্রম হোমের জেরে দু’কামরার ছোট্ট ফ্ল্যাটই যেন অফিস। কোনওক্রমে ঘুম চোখ খুলে ল্যাপটপ কিংবা ডেস্কটপ অন করলেই ডুবে যাওয়া যেতে পারে কাজের দুনিয়ায়। তাই সাজগোজও নেই। দীর্ঘদিন পর কনটেনমেন্ট জোন ছাড়া সর্বত্রই প্রায় শিথিল  লকডাউন। চলছে আনলক ওয়ান। অফিস যাওয়াও শুরু করেছেন কেউ কেউ। কিন্তু তাতেও সমস্যা মিটল কই? মাস্কেই তো ঢেকে যাবে লিপস্টিক। তাই মনখারাপ ফ্যাশনিয়েস্তা তন্বীর। তাঁদের কথা মাথায় রেখে এক্কেবারে অন্যরকম মাস্ক তৈরি করলেন কেরলের এক চিত্রগ্রাহক। তাঁর কেরামতি মন ছুঁয়েছে প্রায় সকলেরই।

Advertisement

Mask

কেরলের কোট্টায়াম শহরের বাসিন্দা বিনেশ পাল। একটি স্টুডিও রয়েছে তাঁর। বিয়ে হোক কিংবা অন্য কোনও অনুষ্ঠানে ছবি তুলেই আয় করতেন। এছাড়া তাঁর স্টুডিওয় কফি মাগ, টি-শার্টের উপরেও ছাপা হত। তবে করোনার থাবায় বর্তমানে উপার্জন তলানিতে ঠেকেছে। এই পরিস্থিতিতে তাই একেবারে ব্যতিক্রমী মাস্ক তৈরি করে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন বিনেশ।

Mask

ঠিক কীরকম সেই মাস্ক? বিনেশ স্বয়ং তাঁর তৈরি মাস্ক সম্পর্কে জানান। তিনি বলেন, “যে কোনও মানুষের নাকের নিচের দিক থেকে হাসি মুখের ছবি মাস্কের উপরে ছাপিয়ে দেওয়া হয়। ওই মাস্ক পরা অবস্থায় তাকালেই মনে হবে তিনি হাসছেন। এই কঠিন সময়ে হাসি ইতিবাচক শক্তির জোগান দিতে পারে। তাই হাসিমুখের মাস্কই আমি তৈরি করছি।” কারও স্টাইল স্টেটমেন্ট যদি গোঁফ, দাড়ি হয় তবে তাও মাস্কে ছাপিয়ে দেওয়া হচ্ছে। ক্রেতার সঙ্গে আলোচনা করে তাঁর মন মতো মাস্ক তৈরি করে দিচ্ছেন বিনেশ। এক একটি মাস্ক তৈরিতে সময় লাগে প্রায় ১৫ মিনিট। দাম মাত্র ৬০ টাকা।

Mask

 

[আরও পড়ুন: মদ্যপের কীর্তি! মলদ্বার দিয়ে পাকস্থলীতে বোতল ঢুকিয়ে অসুস্থ যুবক]

ইতিমধ্যেই ব্যতিক্রমী মাস্ক তৈরি করে বেশ জনপ্রিয় হয়ে গিয়েছেন বিনেশ। এখনও পর্যন্ত কমপক্ষে ৩ হাজার মাস্ক বানিয়ে ডেলিভারি দিয়েছেন। আরও পাঁচ হাজারের মতো মাস্ক ডেলিভারি করার কথা রয়েছে বলে জানিয়েছেন। ছবি তোলার ব্যবসা মার খেতে শুরু করার পর মাথায় হাত পড়ে গিয়েছিল ওই চিত্রগ্রাহকের। তবে আবারও কিছুটা ঘুরে দাঁড়াতে পেরে মনের জোর ফিরে পেয়েছেন বিনেশ।

Mask

[আরও পড়ুন: পশুরাজকে শিং দিয়ে তুলে আছাড় মারছে মোষ, হতবাক নেটিজেনরা]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement