সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে কারাবাসের মুখে পথকুকুর! বন্ধ হতে পারে রাস্তায় ঘোরাঘুরিও। এমনকী যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে। যোগী সরকার জানিয়েছে, যদি কোনও পথকুকুর কোনও মানুষকে একবার কামড়ায়, তাহলে তাকে ১০ দিন পশু আশ্রয়কেন্দ্রে রাখা হবে। যে সব পথকুকুর এই ঘটনার পুনরাবৃত্তি করবে, তাদের যাবজ্জীবন বন্দি থাকতে হবে সেখানে।
কোনও মানুষ যদি তাদের দত্তক নিতে চায়, তাহলে তাঁকে হলফনামা জমা দিয়ে আশ্বাস দিতে হবে যে, কুকুরটিকে রাস্তায় ছেড়ে দেওয়া হবে না কখনও। আক্রমণাত্মক পথকুকুরদের শায়েস্তা করার জন্য সমস্ত পুরসভা ও গ্রাম পঞ্চায়েতকে রাজ্যের মুখ্যসচিব অমৃত অভিজাত একটি নির্দেশিকা পাঠিয়ে এ বিষয়ে পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন।
একই সঙ্গে বলা হয়েছে, যদি কোনও ব্যক্তি পথকুকুর কামড়ানোর পরে জলাতঙ্কের টিকা নেন, তাহলে ঘটনার তদন্ত করা হবে এবং অভিযুক্ত কুকুরটিকে নিকটতম পশু জন্ম নিয়ন্ত্রণ কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। সেখানে তাকে ১০ দিনের জন্য পর্যবেক্ষণে রাখা হবে এবং তার আচরণ লক্ষ করা হবে। ছেড়ে দেওয়ার আগে, কুকুরটির গায়ে একটি মাইক্রোচিপ বসানো হবে।
প্রয়াগরাজ পুরসভার পশুকল্যাণ আধিকারিক ড. বিজয় অমৃতরাজ জানিয়েছেন, নতুন পদ্ধতিতে সত্যিকারের আক্রমণ ও উসকানির কারণে হওয়া হামলার মধ্যে ফারাক করা যাবে। তাঁর কথায়, ”তিন সদস্যের এক কমিটি খতিয়ে দেখবে কুকুরের দংশন উসকানির কারণে হয়েছে কিনা। কমিটিতে একজন পশু চিকিৎসক, পশু আচরণ বিশ্লেষণকারী বিশেষজ্ঞ থাকবেন। কেউ যদি দোষী সাব্যস্ত হন, সেক্ষেত্রে তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।” প্রসঙ্গত, আদালতের নির্দেশ মেনে গত ১০ সেপ্টেম্বর প্রশাসন নির্দেশ দেয়, পথকুকুরদের বারংবার মানুষকে কামড়ানোর ঘটনা কমাতে এই পদক্ষেপ করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.