Advertisement
Advertisement
Purulia

বিলম্বিত বোধোদয়! পুরুলিয়ার হুড়ায় ‘ভূত’ আতঙ্ক ভেঙে গুজবের বিরুদ্ধে গ্রামবাসীরাই

'ভূত' দেখিয়ে ৫৫ লক্ষ টাকা চ্যালেঞ্জের ইনাম পেলেন না কেউই!

Locals of Purulia village protest on rumours of ghosts

ভয় ভেঙে রাতে ছুটছে বাইক, পুরুলিয়ার হুড়ার অর্জুনজোড়া মোড় থেকে কেশরগড়ের পথে। নিজস্ব চিত্র।

Published by: Sucheta Sengupta
  • Posted:April 22, 2025 9:51 am
  • Updated:April 22, 2025 9:54 am   

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: বিজ্ঞানমনস্ক সংগঠনের ভূত দেখানোর ইনাম হিসেবে মোট ৫৫ লক্ষ টাকা। কিন্তু ‘ভূত’ দেখানোর সাফল্য দাবি করে কেউই তা হাতে পায়নি। বরং রবিবার দুই বিজ্ঞানমনস্ক সংগঠন ‘পুরুলিয়া বিজ্ঞান মঞ্চ’ ও ‘ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি’র পুরুলিয়া জেলা শাখা পুরুলিয়ার হুড়া ব্লকের অর্জুনজোড়া মোড় থেকে কেশরগড় যাওয়ার রাস্তায় তেঁতুলগাছের তলায় রাত জেগেছে। আর প্রমাণ করে দিয়েছে, ‘ভূত’ভয় নেহাৎই অমূলক! ফলে ভয় ভেঙেছে ওই এলাকার মানুষের। সেই সঙ্গে ‘ভূত’ নিয়ে যাঁরা গুজব ছড়াচ্ছেন তাঁদের বিরুদ্ধেও ধীরে ধীরে প্রতিবাদ জানাচ্ছে অর্জুনজোড়া, জজডি, কুদলং, বাঘাটাড়, রামডি গ্রামের বিস্তীর্ণ এলাকা। যাতে পড়ুয়ারাও ওই রাস্তা ধরে নির্ভয়ে স্কুলে যেতে পারে, সেই অভয় দিচ্ছেন ওই গ্রামের মানুষজন।

Advertisement

পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ভূত, কুসংস্কার নিয়ে কোনও গুজব রটালে কড়া পদক্ষেপ করা হবে। পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি। কেউ কোনও গুজব ছড়ালে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” ওই দুই বিজ্ঞানমনস্ক সংগঠনের রাত জাগার প্রচারে যাঁরা এতদিন ভূতের ভয়ে সিঁটিয়ে ছিলেন, তাঁরাই এবার ভয় ভাঙাতে রাস্তায় নামছেন। অর্জুনজোড়া মোড় থেকে কেশরগড় যাওয়ার রাস্তায় একাধিকবার ছোট গাড়ি নিয়ে যাতায়াত করা চালক কেশরগড় গ্রামের বাসিন্দা শম্ভুনাথ বাউরির কথায়, “সাত বছর ধরে এই রাস্তায় ছোট গাড়ি নিয়ে প্রতিদিন একাধিকবার যাতায়াত করি। কোথাও কোনও অলৌকিক বিষয় নজরে পড়েনি। এসব গুজব। এই গুজবের বিরুদ্ধে এবার আমরাই মোকাবিলা করব।”

জজডি গ্রামের বাসিন্দা সুমন বন্দ্যোপাধ্যায় ও সাধন সুপ্রভাত বলছেন, “দুই বিজ্ঞানমনস্ক সংগঠন রাত জেগে প্রচার করে দিল ভূত বলে কিছু নেই। কেউ তো ভূত দেখাতে পারল না। ফলে বিজ্ঞান মঞ্চের ৫ লক্ষ টাকা ইনাম সেই সঙ্গে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পুরুলিয়া শাখার ৫০ লক্ষ টাকার পুরস্কার কেউ নিজের পকেটস্থ করতে পারেননি। এসবই গুজব।” অর্জুনজোড়া গ্রামের বাসিন্দা ভক্তিপদ মাহাতোর কথায়, “বিজ্ঞানমনস্ক সংগঠনের সঙ্গে রবিবার খানিকটা রাত আমরাও জেগেছি। কিন্তু কোথাও কোনও অশরীরীর অস্তিত্ব পাওয়া যায়নি। যদি কেউ গুজব রটায় এবার আমরা সম্মিলিত প্রতিবাদ করব।”

ঠিক এমনই প্রতিবাদ হয়েছিল কয়েকবছর আগে, বেগুনকোদরেও। সেখানেও যেমন মানুষের ভয় ভেঙেছে, অর্জুনজোড়াতেও ‘ভূত’ নিয়ে অমূলক আতঙ্ক ভাঙবে বলে দাবি ওই দুই বিজ্ঞানমনস্ক সংগঠনের। ‘পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ’র পুরুলিয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক তথা পেশায় চিকিৎসক নয়ন মুখোপাধ্যায় এবং ‘ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি’র পুরুলিয়া জেলা শাখার সম্পাদক মধুসূদন মাহাতোর কথায়, “ভূত দেখাতে পারলেই পুরস্কার ঘোষণা করেছিলাম। চ্যালেঞ্জ কেউ নিতে পারল না। ভূত, অশরীরীর বাস্তবে কোনও অস্তিত্বই নেই।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ