Advertisement
Advertisement
Man Celebrates Divorce

বিবাহবিচ্ছেদ উদযাপন তরুণের, দুধস্নান, নতুন পোশাকে কেক কাটার ভিডিও ভাইরাল

১২০ গ্রাম সোনা, ১৮ লক্ষ নগদ খোরপোশ দিয়ে মুক্তি!

Man celebrates divorce with milk bath and 'Happy Divorced' cake
Published by: Kishore Ghosh
  • Posted:October 7, 2025 8:36 pm
  • Updated:October 7, 2025 8:47 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রসিকতা করে বিবাহিত পুরুষকে ‘পরাধিন’ এবং বিপরীতে অবিবাহিত পুরুষকে ‘স্বাধীন’ বলা হয়। বিবাহবিচ্ছেদের পর এক যুবক নিজেকে বাস্তবিক ‘স্বাধীন’ ঘোষণা করলেন। দুধ দিয়ে স্নান করে, নতুন জামা-জুতো পরে, কেক কেটে উদযাপনও করলেন সেই স্বাধীনতা। সোশাল মিডিয়ার একটি ভিডিও সূত্রে গোটা বিষয়টি সামনে এসেছে। (যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)।

Advertisement

ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে ভিডিওটি। যেটি ‘আইঅ্যামডিকেবিরাদর’নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে, এক তরুণ খালি গায়ে একটি পিড়িতে হাঁটু মুড়ে বসে রয়েছেন। তাঁর মাথায় দুধ ঢেলে স্নান করিয়ে দিচ্ছেন তরুণের মা। প্রৌঢ়া পরে জলও ঢালেন ছেলের মাথায়। স্নান সেরে আলমারি থেকে নতুন জামাকাপড় বার করেন তরুণ। নতুন জামা-জুতো পরে সেজেগুজে টেবিলের সামনে বসেন তরুণ। এরপর হাসিমুখে একটি কেক কাটেন তিনি। যার উপরে লেখা রয়েছে, “শুভ বিবাহবিচ্ছেদ। ১২০ গ্রাম সোনা, ১৮ লক্ষ টাকা নগদ।”

আসলে ১২০ গ্রাম সোনা এবং ১৮ লক্ষ নগদ খোরপোশ দিয়েই প্রাক্তন স্ত্রীর কাছ থেকে রেহাই পেয়েছেন তরুণ। বিবাহবিচ্ছেদের পর কার্যত স্বাধীন হয়েছন তিনি। স্বাধীনতার সেই আনন্দই উদযাপন করেন দুধ দিয়ে স্নান করে, নতুন জামা-জুতো পরে, কেক কেটে। এই ভিডিও নিয়ে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। নেটিজেনদের একাংশের বক্তব্য, এভাবেই জীবনকে উপভোগ করতে হয়। আরেক দল বলছে, বিবাহবিচ্ছেদকে এভাবে উদযাপন করার মানে নেই।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ