সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিরিয়ালে বা সিনেমায় অনেকে এমন কথা শুনেছেন বটে! যেখানে মহিলা হয়ে ওঠছেন নাগিন। তাই বলে বাস্তবে! একথা বোধ হয় কেউ শোনেনি। এডিটের সৌজন্যে মানব শরীর সাপের আকার নেয় পর্দায়। কিন্তু উত্তরপ্রদেশের এক বাসিন্দা যে অদ্ভুত দাবি করেছেন, তা চমকে দেওয়ার মত। তাঁর কথায়, রাত হলেই নাকি সাপ হয়ে যাচ্ছেন স্ত্রী। শুধু তাই নয়, মারছেন ছোবলও। মুখ থেকে অদ্ভুত আওয়াজ করছেন। যা অবিকল সাপের শব্দের মতো বলে দাবি ওই ব্যক্তির। ঘটনা উত্তরপ্রদেশের সীতাপুর এলাকার। এই বিষয়ে প্রতিকার চেয়ে জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন ওই ব্যক্তি। এই ঘটনা সামনে আসতেই রীতিমতো হুলস্থূল পড়ে গিয়েছে যোগী রাজ্যে!
জানা যায়, চলতি মাসের চার তারিখ সীতাপুর এলাকায় বিশেষ ‘সমাধান দিবসে’র আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক-সহ প্রশাসনিক আধিকারিকরা। এলাকার মানুষের অভাব অভিযোগ শুনতেই বিশেষ এই ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানেই পৌঁছে যান উত্তরপ্রদেশের লোধসা গ্রামের বাসিন্দা মেরাজ। সরাসরি স্ত্রীয়ের বিরুদ্ধে অভিযোগ জানান তিনি। যা শুনে একেবারে অবাক হয়ে যান ওই ক্যাম্পে আসা স্থানীয় লোকজন। মেরাজ বলেন, ” রাত হলেই স্ত্রী সাপের মতো আচরণ করেন। মুখে হিস হিস শব্দ করে।” শুধু তাই নয়, বিভিন্নভাবে তাঁকে ভয়ও দেখান স্ত্রী। ফলে রাতের পর রাত তাঁকে জেগে থাকতে হয় বলেও জেলাশাসকের কাছে অভিযোগ জানান মেরাজ। এই বিষয়ে একাধিকবার স্থানীয় পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ তাঁর।
এহেন অভিযোগ শুনে অবাক হয়ে যান জেলাশাসক-সহ ওই ক্যাম্পে উপস্থিত প্রশাসনিক কর্তারা। কী প্রতিকার দেবেন তাঁরা? যা নিয়ে একেবারে হিমশিম খেয়ে যান। যদিও শেষমেশ স্থানীয় পুলিশকে এই বিষয়ে অভিযোগ নিয়ে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন জেলাশাসক। মেরাজ জানিয়েছেন, তাঁর স্ত্রী নাসিমুনের মানসিকভাবে স্থিতিশীল নয়। কিন্তু সমস্যা দিনে দিনে বাড়ছে বলেই দাবি তাঁর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.