সঞ্জিত ঘোষ, নদিয়া: মাজদিয়ায় আত্মীয়ের বাড়ি ঘুরতে গিয়ে গাড়ি খারাপ হয়ে যায় যুবকের। গ্যারেজে তা সারাতে দিয়ে চায়ের দোকানে গিয়ে বসেন। সেই সময়ে অনলাইন ফ্যান্টাসি অ্যাপে নিজের টিম বানান আনন্দ মণ্ডল। তাতেই কেল্লাফতে! ঘুরে যায় ভাগ্যের চাকা। সেই দিনের উইনার হওয়ায় মোট চার কোটি জিতেছেন যুবক।
আনন্দ মণ্ডল উত্তর ২৪ পরগনার বাসিন্দা। ১৮ তারিখ নদিয়ার মাজদিয়ায় ঘুরতে যান। সেখানেই দল বানান। টিম বানার পর দেখেন তিনি জিতেছেন। উইনার হিসাবে পেয়ে যান ৩ কোটি টাকা। সঙ্গে বোনাস হিসেবে পেয়েছে আরও এক কোটি। মোট ৪ কোটি পেয়েছেন যুবক। এক ধাক্কায় কোটিপতি হয়ে নিজেকে বিশ্বাস করতে পারছিলেন না। আবার সবাইকে বলতেও ভয় পাচ্ছিলেন তিনি। পরে মাজদিয়ার কাছের বন্ধু ও ভাই সঞ্জিত দত্তকে বিষয়টি জানান। তারপরই ১৯ তারিখ ব্যাঙ্কে যোগাযোগ করেন। গতকাল বুধবার তাঁর অ্যাকাউন্টে পুরো টাকা জমা হয়েছে। বর্তমানে ওই যুবক ৪ কোটি টাকার মালিক। কী করবেন টাকা?
রাতারাতি কোটিপতি আনন্দের এখন আকাশছোঁয়া স্বপ্ন। টাকা কী কাজে ব্যবহার করবেন তা ভাবেননি। তবে নিজের অপূর্ণ স্বপ্ন পূরণ করবেন। সমাজের উন্নতির জন্য কিছু কী করবেন? উত্তরে আনন্দ বলেন, “আমি অবশ্যই কিছু করব, যা মানুষের উপকারে লাগবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.