সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ে হয় ২০১৯ সালে। রয়েছে এক ছেলেও। তারপরও একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক! প্রেমিকের সঙ্গে হোটলে গিয়ে স্বামীর নজরে পড়েনগৃহবধূ। স্বামী পুলিশ নিয়ে আসতেই হোটেলের ছাদ থেকে লাফ দিয়ে পালালেন বধূ। প্রেমিককে ধরে ফেললেন তাঁর স্বামী ও শ্বশুড়বাড়ির লোক। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।
ঘটনাটি উত্তরপ্রদেশের বাগপত জেলার। ওই গৃহবধূ বাড়ি থেকে পালিয়ে প্রেমিকের সঙ্গে সময় কাটাতে এক হোটেলে ওঠেন। তা দেখে ফেলেন স্বামী। পিছু নেন মহিলার। সঙ্গে ডাকেন পুলিশকেও। হোটেলে ওঠার পর গৃহবধূ বুঝতে পারেন স্বামী পিছু নিয়েছেন। সঙ্গে পুলিশকে দেখে হাজতবাসের ভয়ে প্রায় ১২ ফুট থেকে ঝাঁপ দেন! স্থানীয় এক বাসিন্দা এই কাণ্ড দেখে তার ভিডিও করে। পরে সামাজিক মাধ্যমে পোস্ট করেন।
জানা যাচ্ছে, ওই দম্পতির সমস্যা লেগেই ছিল। তা নিয়ে পুলিশেও অভিযোগ ছিল। কয়েকবার দম্পতি এসপি অফিসেও গিয়েছিলেন। তবে সমস্যার কোনও সমাধান হয়নি। বধূর স্বামী পুলিশে অভিযোগ জানিয়েছে, স্ত্রী তাঁকে খুনের হুমকিও দিয়েছে। তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন। এদিকে মহিলার প্রেমিককে আটক করেছে পুলিশ। সঙ্গে হোটল কর্তৃপক্ষের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। তারা কেন সব দিক যাচাই না করে ঘর দিয়েছেন উঠছে সেই প্রশ্ন। আপাতত হোটলের ছাদ থেকে ঝাঁপ দেওয়া মহিলার খোঁজে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.