সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাফল্য বহু সাধ্য সাধনার পর আসে। স্বাভাবিকভাবেই সবুরে ফলা মেওয়ার স্বাদ মিষ্টিই হয়। কিন্তু এই মিষ্টতাকে অনুভব করতে গিয়ে এ কী হাল হল প্যারাগুয়ের এই সুন্দরীর? আনন্দের মুহূর্তে মঞ্চেই লুটিয়ে পড়লেন তিনি। সেরা সুন্দরী হিসেবে নিজের নাম শোনার পর আক্ষরিক অর্থেই নিজেকে ধরে রাখতে পারলেন না ক্লারা সসা।
There was panic at the climax of an international beauty pageant in Myanmar on Thursday when the Paraguayan winner fainted after her name was announced. 😲😲
AdvertisementMiss Grand International 2018 Clara Sosa fell as soon as she was announced this year’s winner.
— The Voice of America (@VOANews)
ক্লারা সসা ২০১৮ সালের মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল খেতাব জিতেছেন। ফাইনালে পুরস্কার ঘোষণার আগের মুহূর্তে রানার্স আপ মীনাক্ষী চৌধুরির হাত ধরে ছিলেন ক্লারা। নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে অস্বস্তি বোধ করেন সসা। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এমনকি মীনাক্ষীও তাঁকে আটকে রাখতে পারেননি। যদিও, কিছুক্ষণ পরেই আবার ধাতস্থ হয়ে ওঠেন তিনি। ততক্ষণে তাঁকে ঘিরে ধরেছেন অন্য প্রতিদ্বন্দ্বীরা। এরপর অবশ্য সবার সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলেন ক্লারা। জয়ের আনন্দটুকুও উপভোগ করেন তিনি।
প্যারাগুয়ের এই সুন্দরীর এটিই প্রথম বিশ্বমানের খেতাব। স্বাভাবিকভাবেই একটু টেনশনে ছিলেন তিনি। এমনকি ফাইনালের আগে একটি সাক্ষাৎকারে তিনি বলেওছিলেন, তাঁর একজন চিকিৎসক প্রয়োজন। তাঁর হার্ট অ্যাটাক হতে পারে। কারণ যায় হোক, এই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এবং তা রীতিমতো হাসির খোরাক।
Miss Grand International 2018: Paraguay – Clara Sosa
1st Runner-up: India – Menhakshi Shawdahri
2nd Runner-up: Indonesia – Nadia Purwoko
3rd Runner-up: Puerto Rico – Nicole Colon
4th Runner-up: Japan – Haruka Oda
Best in long gown: Miss Thailand
Miss Social Media: Indonesia— SHEILA ❤ (@aliesheam1)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.