সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (Corona) সংক্রমণে জর্জরিত গোটা দেশ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)–সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী আক্রান্ত। দেশেও আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। এই পরিস্থিতিতে বাইরে বেরোলে বারেবারে মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। কিন্তু সেই মাস্কের ব্যবহারই যেন এখন ফ্যাশন হয়ে উঠেছে। কেউ সোনার মাস্ক, তো কেউ আবার পরছেন হীরের মাস্ক। বাজারে এসেছে বিভিন্ন স্টাইলের মাস্কও। তবে এর মধ্যেই নিজের মুখের একাংশের ছবি আঁকা মাস্ক পরে শিরোনামে উঠে এলেন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র (Narottam Mishra)। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মাস্ক পরিহিত সে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি। কেউ তাঁর উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন। কেউ আবার সমালোচনা করেছেন। তবে তাতে হেলদোল নেই মন্ত্রীর।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, বাইরে বেরোনোর সময় মন্ত্রীর মুখে মাস্ক রয়েছে। কিন্তু সেই মাস্কের কারণে মুখের যে অংশ ঢাকা পড়ে যাচ্ছে, সেই অংশের ছবিই ওই মাস্কে আঁকা। আর নরোত্তম মিশ্রর সেই মাস্কের ছবিই এখন হু হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ সমর্থন জানিয়েছেন, তো কেউ প্রশ্ন তুলেছেন এধরনের মাস্ক পরা তাঁর মতো গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তির উচিত কি না।
একজন সমালোচনা করে লিখেছেন, ‘‘আশা করব এটি নকল। তাহলে ঠিক আছে। আর নকল না হলে, একটাই কথা, যে পদে আপনি রয়েছেন, তাতে এই কাজ আপনাকে মানায় না।’’ যদিও কেউ কেউ আবার মন্ত্রীকে সমর্থন করেও টুইট করেছেন। ওই ব্যক্তিকে পালটা জবাব দিতে এক নেটিজেন লেখেন, ‘‘এটা সত্যি। আর এটা খুবই ভাল পদক্ষেপ। সবার এরকম মাস্কই পরা উচিত। যাতে তাঁকে নিজেকে চেনাতে মাস্ক খুলতে না হয়। কেরলেও লোকে এধরনের মাস্ক ব্যবহার করছে। আর দয়া করে বলবেন কীভাবে এটা রুচিসম্পন্ন নয়?’’
मध्य प्रदेश के मंत्री का ग़ज़ब experiment
— Naveen Kapoor ANI (@IamNaveenKapoor)
is ot real or fake ??
If fake, it’s okay… if real…. it isn’t dignified as per the post u hold.
— मासूम विद्रोही😇 (@masoomvidrohi)
It’s real, and it’s a good move, everyone should wear these type of Masks so that they can be identified without removing the mask. In kerala someone had started printing these type of masks and people are buying it.
Care to explain how “it isn’t dignified”?
— Vinu_ (@vn_jith)
Wins the best mask of the year award!!
— Che Mir (@cheez_m)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.