Advertisement
Advertisement
Gwalior Station

‘ট্রেন আজ আমি চালাব’, চালকের আসনে বসে রাজকীয় মেজাজে মদ্যপ, আতঙ্কে যাত্রীরা

গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।

MP man Halts Train at Gwalior Station, try to Drive Train

ট্রেনে চালকের আসনে অজ্ঞাতপরিচয় ব্যক্তি।

Published by: Amit Kumar Das
  • Posted:August 12, 2025 5:32 pm
  • Updated:August 12, 2025 5:45 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেন ছাড়ার নির্ধারিত সময় পেরিয়ে গিয়েছে। অথচ প্ল্যাটফর্মে ঠায় দাঁড়িয়ে রয়েছে গাড়ি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর রীতিমতো বিরক্ত যাত্রীরা খোঁজ নিতে গিয়ে জানতে পারলেন রীতিমতো নাটক শুরু হয়ে গিয়েছে ট্রেনের ইঞ্জিন বগির সামনে। এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি বসে রয়েছেন লোকো পাইলটের আসনে। নাছোড় ব্যক্তির দাবি, ট্রেন তাঁকেই চালাতে দিতে হবে। তাঁকে বুঝিয়ে সুঝিয়েও ট্রেন থেকে নামানো যাচ্ছে না। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়াল মধ্যপ্রদেশের গোয়ালিয়রে।

Advertisement

জানা গিয়েছে, গত সোমবার গোয়ালিয়র থেকে মোরেনার সুমাবলি-সবলগড়গামী ট্রেন গোয়ালিয়র স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ার জন্য প্রস্তুত ছিল। ঠিক সেই সময় চালকের অবর্তমানে ট্রেনের লোকে পাইলটের কেবিনে ঢুকে পড়েন এক ব্যক্তি। চালকের আসনে বসে মনের আনন্দে ট্রেনের নানা সুইচ টিপতে থাকেন তিনি। ট্রেন চালু করার জন্য লোকো পাইলট সেখানে এসে এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যান। তিনি ওই ব্যক্তিকে ট্রেন থেকে নেমে আসার অনুরোধ করেন। তবে ওই ব্যক্তি নামবেন কেন? তিনি স্পষ্ট জানিয়ে দেন, “ট্রেন আজ আমি চালাব”। তাঁকে বুঝিয়েও কোনও কাজ হয়নি।

এদিকে ঘটনার কথা জানার পর ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। ভয়ে ট্রেন থেকে নেমে পড়েন বহু যাত্রী। অনেকে এই ঘটনার ভিডিও করতে থাকেন। যা মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায়। এই অবস্থায় রেল পুলিশকে খবর দেন লোকো পাইলট। দীর্ঘ নাটকের পর পুলিশ জোর করে ওই ব্যক্তিকে ট্রেন থেকে নামায়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তিনি মদ্যপ ছিলেন কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। পাশাপাশি, তিনি মানসিকভাবে অসুস্থ কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে দীর্ঘক্ষণ ধরে এই নাটক চলার জেরে প্রায় ৩০ মিনিট পর ট্রেনটি গোয়ালিয়র স্টেশন থেকে নির্ধারিত গন্তব্যের দিকে রওনা দেয়। গোটা ঘটনায় প্রশ্নের মুখে রেলের নিরাপত্তাও।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ