Advertisement
Advertisement
Sunita Williams

নাসা থেকে এল পোশাক, এবার আসানসোলের মিউজিয়ামে সুনীতা উইলিয়ামস!

রবিবার তাঁর মোম-মূর্তির উদ্বোধন করলেন মন্ত্রী মলয় ঘটক, জেলাশাসক এস পুণ্যবলম।

NASA astronaut Sunita Williams's wax statue unveiled in Asansol

সুনীতা উইলিয়ামসের মোম-মূর্তির উদ্বোধন আসানসোলে। ছবি: মৈনাক মুখোপাধ্যায়।

Published by: Sucheta Sengupta
  • Posted:June 8, 2025 1:57 pm
  • Updated:June 8, 2025 2:00 pm   

শেখর চন্দ্র, আসানসোল: দীর্ঘ সময়ে ধরে মহাশূন্যে ভেসে থাকার পর মাসখানেক হল পৃথিবীতে ফিরেছেন নাসার ভারতীয় বংশোদ্ভুত নভোচর সুনীতা উইলিয়ামস। মহাকাশে থাকার অসুস্থতা কাটাতে রিহ্যাবে থাকার পর আপাতত তিনি সুস্থ। এবার সেই সুনীতাই বাংলার মাটিতে! মোমশিল্পে ধরা দিলেন তিনি। আসানসোলে বসল নভোচরের মোমের মূর্তি। আকাশনীল মহাকাশের পোশাক পরা, দু’হাতে জয়চিহ্ন সূচক মূর্তিটি প্রথমবার দেখে বোঝার উপায় নেই যে তা রক্তমাংসের নয়। রবিবার শিল্পী সুশান্ত রায়ের তৈরি সেই মূর্তির উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পুণ্যবলম। এবার থেকে ‘মোম’ মূর্তিতেই সুনীতা-দর্শন হবে আমজনতাও।

Advertisement

আসানসোলের মহিশীলা কলোনির সুশান্ত রায় নামী ভাস্কর। মোমের ভাস্কর্য গড়ায় তাঁর নাম জগদ্বিখ্যাত। বিশ্বের হেন কোনও সেলিব্রিটি নেই যে সুশান্তর ওয়াক্স মিউজিয়ামে তাঁর মূর্তি নেই। এবার তাতে নতুন সংযোজন মহাশূন্যে প্রায় ৮ মাস কাটিয়ে আসা সুনীতা উইলিয়ামসের মোম মূর্তি। প্রায় দেড় মাস ধরে এই মূর্তি তৈরি করেছেন সুশান্তবাবু। কিন্তু মূর্তি তৈরিতে কিছুটা বিলম্ব হয়। তার মূল কারণ, মহাকাশ নভোচারীর পোশাক এ দেশে পাওয়া যাচ্ছিল না। তাই আমেরিকার এক বন্ধুর কাছে সাহায্য চান সুশান্তবাবু। ওই বন্ধুই নাসা থেকে পোশাক নিয়ে আসার ব্যবস্থা করেন। সেই পোশাকের দামের চেয়েও এখানে আনার খরচ বেশি বলে জানিয়েছেন সুশান্ত রায়। বিরাট কোহলি, নীরজ চোপড়া থেকে মারাদোনা, প্রণব মুখোপাধ্যায়-সহ বিশিষ্ট ব্যক্তির মূর্তি রয়েছে সুশান্তবাবুর মিউজিয়ামে।

মোমশিল্পে নাসার নভোচর সুনীতা উইলিয়ামস। ছবি: মৈনাক মুখোপাধ্যায়।

রবিবার সুনীতা উইলিয়ামসের মোমের মূর্তির উদ্বোধন করেন মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক মলয় ঘটক, জেলাশাসক এস পুণ্যবলম। মন্ত্রীর কথায়, ”আসানসোলের সুশান্ত রায়কে রাজ্যের মানুষ তো বটেই সারা দেশের গুণী মানুষরা চেনেন তাঁর কাজের মাধ্যমে। আমরা গর্বিত, তিনি আসানসোলের মানুষ।” সুনীতার মোম মূর্তি দেখে জেলাশাসক বলছেন, ”এককথায় অসাধারণ! সুশান্ত রায়ের কাজ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক, এটাই কামনা।”

স্থানীয়দের বক্তব্য, সুশান্ত রায় একজন শিল্পী হিসাবে আসানসোলকে গর্বিত করেছেন। তৈরি মোম মূর্তি তাঁর যে ওয়াক্স মিউজিয়ামে রাখা আছে, বহু ছাত্রছাত্রী শিক্ষামূলক জ্ঞান অর্জন করবে। উল্লেখ্য, কলকাতার নিউটাউনে মাদার ওয়াক্স মিউজিয়ামের বেশিরভাগ মোম মূর্তি সুশান্তবাবুর তৈরি। জয়পুরের ওয়াক্স মিউজিয়ামে মোম মূর্তিগুলিও সুশান্তবাবুর তৈরি। এমনকী মাদাম তুসোর ওয়াক্স মিউজিয়ামে সুশান্ত রায় কাজ করেছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ