Advertisement
Advertisement
Rajasthan

বধূ যখন ডাকাত! ফুলশয্যার রাতেই শাশুড়ির দেওয়া গয়না-টাকা হাতিয়ে চম্পট বউমার

নতুন বউমার সঙ্গে উধাও বিয়ের ঘটকও!

Newly wed bride stolen cash and jewelry in Rajasthan
Published by: Anwesha Adhikary
  • Posted:September 30, 2025 1:59 pm
  • Updated:September 30, 2025 2:01 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরে ঢুকেছিল নতুন বউ, বেরল ডাকাত হয়ে! ফুলশয্যার রাতেই গয়না আর টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেল নববধূ। তন্নতন্ন করে খুঁজেও তার সন্ধান মেলেনি। কেবল নতুন বউ নয়, বিয়ের ঘটককেও আর খুঁজে পাওয়া যায়নি। সবমিলিয়ে কেবল বিয়েবাড়ি নয়, গোটা এলাকাতেই শোকের ছায়া। আদৌ কি বিশ্বাস করে বিবাহবন্ধনে জড়ানো যায়? উঠছে প্রশ্ন।

Advertisement

ঘটনাটি ঘটেছে রাজস্থানের কিষানগড়ে। সেখানকার বাসিন্দা এক যুবকের সঙ্গে বিয়ে হয় আগ্রানিবাসী এক মহিলার সঙ্গে। দেখাশোনা করে, জিতেন্দ্র নামে ঘটকের মাধ্যমে চারহাত এক হয়। ২ লক্ষ টাকা কেবল ঘটককেই দেওয়া হয়। ধুমধাম করে ছেলের বিয়ে দেন পরিবার। জয়পুরে জাঁকজমকপূর্ণ বিয়ের আসর বসে। বিয়ে সম্পন্ন হওয়ার পর সাড়ম্বরে নববধূকে নিয়ে কিষানগড়ে ফিরে যান পাত্রপক্ষ। প্রথামাফিক বউমাকে সোনার গয়না দিয়ে বরণ করে নেন পাত্রের মা।

গন্ডগোল বাঁধে ফুলশয্যার রাত থেকে। নববধূ ফুলশয্যার রাতে জানান, তিনি ওইদিন স্বামীর সঙ্গে ঘুমোতে পারবেন না। সেটা নাকি তাদের প্রথার বিরোধী। নববধূর এমন কথা শুনেও অবশ্য পরিবারের কেউই সন্দেহ করেননি। সেই সুযোগেই যাবতীয় গয়না হাতিয়ে নেয় নববধূ। আলমারি খুলে সমস্ত টাকাও সরিয়ে ফেলে সে। রাতের অন্ধকারেই সমস্ত কিছু নিয়ে চম্পট দেয় নববধূ। রাত তিনটে নাগাদ জল খেতে উঠে সদ্যবিবাহিত যুবক খেয়াল করেন, বাড়িতে চুরি হয়েছে।

সঙ্গে সঙ্গে স্থানীয় বাস স্ট্যান্ড, রেল স্টেশন, আশেপাশের সমস্ত এলাকা তন্নতন্ন করে খোঁজা হয়। কিন্তু নববধূ এবং ঘটক জিতেন্দ্রর কোনও খোঁজ মেলেনি। আপাতত পুলিশে অভিযোগ দায়ের হয়েছে নিখোঁজ দু’জনের বিরুদ্ধে। বিষাদে ডুবে থাকা কিষানগড়ের আমজনতার প্রশ্ন, তাহলে কি বিশ্বাস করে বিয়ে করাটাই অপরাধ?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ