সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাইভ অনুষ্ঠান মানেই বিভ্রাটের থাকে আশঙ্কা থাকে ষোল আনা। দক্ষ, অভিজ্ঞ কর্মীরা প্রতিদিন অবশ্য সেই কাজ সামলে দেন। কিন্তু সবসময় তো আর সব লাইভ সম্প্রচার এতটা মসৃণ হয় না। দু, একদিন ব্যতিক্রম হয়। এবার তেমনই বিভ্রাটের সাক্ষী রইল কুয়েতের এক টেলিভিশন চ্যানেল। লাইভে এক সাক্ষাৎকার চলাকালীন সটান খাবারের ব্যাগ হাতে স্টুডিওয় ঢুকে পড়লেন এক ডেলিভারি বয়! কী যে বিপত্তি, তা আর বলার কথা নয়! সেই টুকরো ভিডিওটি এখন সোশাল মিডিয়ায় ভাইরাল। সর্বসমক্ষে এহেন কাণ্ডের জন্য চ্যানেলের প্রযুক্তি কর্মীদেরই দায়ী করেছে কর্তৃপক্ষ। যথাযথ পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।
ঘটনাটা ঠিক কী ঘটেছে? কুয়েতের এক টেলিভিশন চ্যানেল সকাল সকাল জ্যোতির্বিজ্ঞানীর সাক্ষাৎকার চলছিল। সঞ্চালকের সঙ্গে বিজ্ঞানী আদেল আল সাদৌনের প্রশ্নোত্তরপর্ব দিব্যি চলছিল। আচমকাই সেই শোয়ে বিভ্রাট। দেখা গেল, লাল জামা পরা এক যুবক খাবারের ব্যাগ হাতে স্টুডিওর মধ্যে ঢুকে পড়লেন। দেখেই বোঝা যাচ্ছে, তিনি একজন ডেলিভারি বয়। ভুল করে ঢুকে পড়েছেন, বিভ্রান্ত তিনি নিজেও। কিছুক্ষণ ঘোরাফেরা করে তারপর বেরিয়ে গেলেন। তাতে অবশ্য ইন্টারভিউর কোনও ক্ষতি হয়নি। তা যেমন চলার, তেমন চলছিল।
কয়েক সেকেন্ডের এই ভিডিও এই সোশাল মিডিয়ায় ভাইরাল। তা দেখে হাসাহাসির অন্ত নেই। কিন্তু একটা লাইভ অনুষ্ঠানে এমন বিভ্রাট ঘটল কীভাবে? স্বভাবতই দায় গিয়ে পড়েছে চ্যানেলের প্রযুক্তি কর্মীদের উপর। তাঁরাই তো নেপথ্যে থেকে যে কোনও অনুষ্ঠানকে পরিচালনা করেন। সূত্রের খবর, কর্তৃপক্ষ নাকি তাঁদের কাছে জবাব তলব করেছে।
এদিকে, সঞ্চালক আবার বিষয়টি নিয়ে যাতে বেশি জলঘোলা না হয় তার জন্য একটি যুক্তি খাঁড়া করেছেন। তাঁর সাফাই, আসলে অনুষ্ঠানটি স্টুডিও নয়, চলছিল ওই বিজ্ঞানীরই খোলামেলা বিজ্ঞানকেন্দ্রে। সেখানে যাতায়াত করতেই পারেন কেউ কেউ, তা স্বাভাবিক পরিবেশ হিসেবেই দেখা যেতে পারে। সেভাবে ওই ডেলিভারি বয়ও ঢুকে পড়েছিলেন। এতে অস্বাভাবিক বা অনুষ্ঠানে বিভ্রাটের কোনও ব্যাপার নেই। কিন্তু তিনি বললেই তো আর হবে না। কেন লাইভ অনুষ্ঠান চলাকালীন সকলের নজরদারি এড়িয়ে স্টুডিওয় ঢুকে পড়লেন ওই ব্যক্তি? এই প্রশ্ন উঠছেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.