Advertisement
Advertisement
Offbeat News

সংসার ছেড়ে অভিসারে স্ত্রী, পালটা বিয়ে করে হেলিকপ্টারে নববধূকে নিয়ে ফিরলেন যুবক!

তাঁর কীর্তি দেখে গ্রামবাসীদের হাসাহাসির অন্ত নেই!

Offbeat News: Man brings newly wed bride into helicopter after his wife fled with the lover
Published by: Sucheta Sengupta
  • Posted:September 27, 2025 9:38 pm
  • Updated:September 27, 2025 9:42 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমিকের টানে সন্তান, সম্পত্তি সব নিয়ে সংসার ছেড়েছে স্ত্রী। এই যন্ত্রণা কি কম? মোটেই নয়। কিন্তু বিচ্ছেদ-বেদনা ভুলতে যুবক যা করলেন, তা নজিরই বটে! তিনিও ফের বিয়ে করে সংসার পাতছেন। ঘোড়ার গাড়ি বা অন্য কোনও বিলাসবহুল গাড়ি নয়, নববধূকে একেবারে হেলিকপ্টারে চড়িয়ে নিয়ে এলেন ঘরে! শুক্রবার বাংলাদেশের মুন্সিগঞ্জের কাঠাদিয়া গ্রামে এই দৃশ্য দেখে হতবাক সকলে। কামাল হোসেন নামে বয়স উনচল্লিশের যুবককে নিয়ে হাসাহাসির শেষ নেই।

Advertisement

কামালের পরিবার সূত্রে জানা যায়, কাঠাদিয়া গ্রামের কামাল পেশায় একজন বেসরকারি সার্ভেয়ার ও জমির ব্যবসায়ী। ১০ বছর আগে তিনি বিয়ে করেন। তাঁর দুই মেয়ে। একজনের বয়স ৮, আরেকজনের মাত্র ২ বছর। এর মধ্যে মুন্সিগঞ্জ শহরের এক দোকানে কর্মরত বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন কামালের স্ত্রী। গত ১০ আগস্ট তিনি সংসার ছেড়ে, মেয়েদের নিয়ে চলে যান। সঙ্গে ৯ ভরি সোনার গয়না আর নগদ ৬ লক্ষ ৭০ হাজার টাকাও হাতিয়ে নেন। পরে তিনি কামালকে তালাক দেন। এনিয়ে গ্রামবাসীরা কামালকে কটূ কথা শোনাতে ছাড়েননি। রাগ, অভিমান, ক্ষোভ জমতে থাকে তাঁর মনে।

কামালের দুঃসময়ে তাঁর পাশে দাঁড়ান একই গ্রামের তরুণী নূপুর আক্তার। তাঁর বয়স ২৪ বছর। কামালকে বিয়ে করতে চান নূপুর। শুক্রবার দুপুরে নূপুরকে বিয়ে করে হেলিকপ্টারে চড়ে বাড়ি ফেরেন তিনি। বিয়ের অনুষ্ঠান ঘিরে গ্রামে ছিল উৎসবের আমেজ। বিয়ে উপলক্ষে দুই মেয়েকেও বাড়িতে নিয়ে এসেছিলেন কামাল। তিনি বলছেন, ‘‘একটা সময় ভেবেছিলাম, এ জীবন আর রাখব না। ঠিক সে সময় ভালোবাসা নিয়ে আমার জীবনে এসেছে নূপুর ও তাঁর পরিবারের লোকজন। তাই আমি দ্বিতীয়বার বিয়েতে রাজি হই। প্রথম স্ত্রী পালিয়ে যাওয়ার আগে ভেবেছিলাম এবার বিবাহবার্ষিকীতে হেলিকপ্টারে করে ঘুরব। যেহেতু সে পালিয়ে গেছে, সব জেনেশুনে নূপুর বিয়েতে রাজি হয়েছে, তাঁর এই মানসিকতাকে সম্মান দেখাতে বিয়ে করে হেলিকপ্টারে চড়িয়ে নিয়ে এসেছি।’’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ