Advertisement
Advertisement
Offbeat News

শুল্ক দপ্তরের তল্লাশিতে মিলল কবিতার বই! ‘কবি’ তৃণমূল নেতা, ‘পাঠক’ তদন্তকারীরা

মঙ্গলবার সকালে হুগলির চণ্ডীতলায় তৃণমূল নেতার বাড়িতে সাড়ে তিনঘণ্টা ধরে চলে তল্লাশি।

Offbeat News: officers of Customs department sieze poetry bokks from TMC leader's house at Hooghly
Published by: Sucheta Sengupta
  • Posted:June 10, 2025 2:31 pm
  • Updated:June 10, 2025 4:23 pm  

সুমন করাতি, হুগলি: ‘কেঁচো খুঁড়তে কেউটে’ – এই প্রবাদ তো জানা। কিন্তু বেআইনি সম্পত্তি খুঁজতে গিয়ে কবিতার বই বাজেয়াপ্ত! তাও কি সম্ভব? মঙ্গলবার তৃণমূল নেতার বাড়িতে শুল্ক দপ্তরের তল্লাশির ফলাফল দেখিয়ে দিল, এটাও সম্ভব। মঙ্গলবার সকালে হুগলির চণ্ডীতলায় সাড়ে তিন ঘন্টা ধরে তল্লাশি চালিয়ে খালি হাতে, থুড়ি, কবিতার বই হাতে ফিরলেন তদন্তকারীরা! যাঁর বাড়িতে তল্লাশি, সেই তৃণমূল নেতারই লেখা দুটি বই সঙ্গে নিয়ে গেলেন শুল্ক দপ্তরের আধিকারিকরা।

হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় জানান, শুল্ক আধিকারিকরা তাঁকে জানিয়েছেন যে এমনটা আগে হয়নি। তাঁরা তল্লাশি করতে গিয়ে কিছুই পেলেন না। তাঁর কথায়, ”আমরা তল্লাশিতে সবরকমের সহযোগিতা করেছি। তল্লাশির সময় আমাদের সবার ফোন নিয়ে নেওয়া হয়েছিল। বাড়ির সমস্ত জায়গায় তাঁরা খুঁজেছেন, কিছুই পাননি। তাঁরা আমার লেখা দুটি বই নিয়ে যান পড়ার জন্য।” ফলে এই অভিযানে শুল্ক দপ্তরের নেট প্রাপ্তি একদিকে শূন্য, আরেকদিকে কবিতা। আজব অঙ্ক বটে!

তৃণমূল নেতা তথা হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়। নিজস্ব ছবি।

চণ্ডীতলার গরলগাছা অহল্যা বাই রোডের পাশে ‘মহেন্দ্র নিবাস’। সেখানেই থাকেন হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়। মঙ্গলবার সকাল সাড়ে ৬টা নাগাদ শুল্ক দপ্তরের আধিকারিকদের একটি দল পৌঁছয়। বাড়িতে প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে তন্নতন্ন করে তল্লাশি চলে। তৃণমূল নেতার দাবি, বাড়ির প্রত্যেকের ঘর, ঠাকুরঘর, বাথরুম, গাড়ি থেকে শুরু করে ঘরের কোনায় কোনায় তল্লাশি চালানো হয়। তাঁর মেয়ে ডানকুনির যে ফ্ল্যাটে থাকে, সেখানেও তল্লাশি চালানো হয়। কিন্তু এত পরিশ্রমেও কিছুই পাননি তাঁরা।

সুবীর মুখোপাধ্যায়ের দাবি, কেউ বা কারা তাঁর বিরুদ্ধে শুল্ক দপ্তরে অভিযোগ জানিয়েছেন, যে বিষয়ে তিনি কিছুই জানেন না। তিনি দলীয় অন্তর্দ্বন্দ্বের শিকার নাকি এটা বিরোধীদের চক্রান্ত, তা নিয়ে এখনই কিছু বলতে পারছেন না। এও জানান, দলের অনুমতি থাকলে পুরো বিষয়টি সংবাদমাধ্যমের সামনে প্রকাশ করবেন। এদিকে, তৃণমূল নেতা সুবীর মুখোপাধ্যায় কবিতা লেখেন। তাঁর অনেক বইও প্রকাশিত হয়েছে। এদিন তাঁর বাড়িতে কিছু না পেয়ে শুল্ক দপ্তরের আধিকারিকরা দুটি কবিতার বই নিয়ে যান। জানিয়ে যান, বই দুটি তাঁরা পড়বেন। আর এখানেই আর পাঁচটা তল্লাশি অভিযানের চেয়ে আজকেরটা পৃথক হয়ে রইল। সম্ভবত শুল্ক আধিকারিকরাও তা মনে রাখবেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement