সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমন ঘটনা পাকিস্তানেই সম্ভব! সম্প্রতি ইসলামাবাদের একটি ভুয়োকল সেন্টারে অভিযান চালায় সেদেশের তদন্ত সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি বা এফআইএ। এই সুযোগে স্থানীয়দের একাংশ লুটপাট চালাল ওই কলসেন্টারে। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বেশ কিছু ভিডিও। সেখানে দেখা গিয়েছে, ল্যাপটপ, ডেস্কটপ, মনিটর, কিবোর্ড, প্রিন্টার-সহ বহু জিনিস বগলদাবা করে ওই কলসেন্টার থেকে বেরিয়ে আসছেন একদল জনতা।
সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও সিরিয়ায় গণ-অভ্যত্থানের পরে দেখা গিয়েছে গণ লুটপাটের দৃশ্য। অনেকটা সেই কায়দায় প্রকাশ্যে ইসলামাবাদের সেক্টর এফ-১১-এর চিনা নাগরিকদের দ্বারা পরিচালিত কলসেন্টারে লুটপাট চালাল জনতা। এফআইএ সূত্রে খবর, ওই কলসেন্টারটি বেআইনিভাবে চলছিল। জালিয়াতির অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। সেই কারণেই সেখানে অভিযান চালায় তদন্তকারী সংস্থা।
এফআই-এর গোয়েন্দারা কলসেন্টারের ভিতরে ঢুকতেই পিছন পিছন ঢুকে পড়ে স্থানীয় জনতাও। ভিডিওতে দেখা গিয়েছে, কম বয়সি থেকে প্রবীণরা ছুটে বেরচ্ছেন কলসেন্টার থেকে। তাঁদের হাতে ল্যাপটপ, ডেস্কটপ, মনিটর, কিবোর্ড, এক্সটেনশন কর্ড ইত্যাদি। বস্তুত হাতের কাছে যা পেয়েছে, তাই বগলদাবা করেছে জনতা। অনেকে কলসেন্টারের ভিতরে থাকা আসবাবও তুলে নিয়ে গিয়েছে বলে অভিযোগ।
Pakistanis have Looted Call Centre operated by Chinese in Islamabad; Hundreds of Laptop, electronic components along with furniture and cutlery stolen during holy month of Ramadan
— Megh Updates 🚨™ (@MeghUpdates)
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি দেখে অবাক নেটিজেন। ওই ভিডিওর ক্যাপশানে লেখা হয়েছে, “ইসলামাবাদে চিনাদের দ্বারা পরিচালিত একটি কলসেন্টার লুট করল পাকিস্তানিরা। শ খানেক ল্যাপটপ, অন্যান্য ইলেকট্রনিক যন্ত্র, আসবাব চুরি গিয়েছে। রমজান মাসের মধ্যেই এই কাণ্ড ঘটল।” কমেন্টবক্সে এক নেটিজেন লিখেছেন, “পাকিস্তানই একমাত্র দেশ যেখানে ব্যবসা করা ক্রিপ্টোতে বিনিয়োগের চেয়েও ঝুঁকিপূর্ণ।” এক ভারতীয় নেটিজেন মন্তব্য করেছেন, “চিন লুট করেছে গোটা পাকিস্তানকে। পাকিস্তানিরা কিছু চিনা কম্পিউটার এবং প্রিন্টার লুট করেছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.