সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’মুখো সাপের কথা কারওর কাছে অজানা নয়। এই ধরনের সাপের লেজের দিকটা একটাই চওড়া যে মাথা বলে ভ্রম হয়। অনেকে একে ব্রাহ্মণী সাপ বলেও চেনে। কিন্তু ওড়িশায় যে সাপের সন্ধান পাওয়া গিয়েছে তার সত্যিই দু’টো মুখ। অর্থাৎ এর চোখ দু’জোড়া ও জিভ দু’টি। ওড়িশার কেওনঝড় জেলা থেকে এই সাপটি সম্প্রতি খুঁজে পাওয়া গিয়েছে।
সাপটি জাতে উলফ স্নেক। এর প্রজাতি বিরল। তার উপর দুটি মাথা। তাই এই সাপের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেরি হয়নি। সুশান্ত নামে নামে বনদপ্তরের এক আধিকারিক এই ভিডিওটি শেয়ার করেন। ২৬ সেকেন্ডের ওই ভিডিওয় সাপটিকে নড়াচড়া করতে দেখা গিয়েছে ঠিকই। কিন্তু সাপের যা গতি থাকা উচিত, সেই তুলনায় এই সাপটির গতি অনেকটাই ধীর। বিষেষজ্ঞদের মতে, সাপটির দু’টি মাথা হওয়ায় সামনের দিকের ওজন বেড়ে গিয়েছে। সরীসৃপদের জন্য এটি বেশ সমস্যার। তাই সাপটি তুলনামূলক ধীর। দুটি মাথা হওয়ায় এরা শিকার ধরেও আলাদাভাবে।
A rare wolf snake with two fully formed heads was rescued from a house in the Dehnkikote Forrest range of Keonjhar district in Odisha.
Later released in Forests.— Susanta Nanda IFS (@susantananda3)
ওড়িশার কেওনঝড় জেলার দেহনকিকোটে এলাকার একটি বাড়ি থেকে এই বিরল প্রজাতির উলফ স্নেকটি উদ্ধার হয়। উদ্ধারের পর এটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান সুশান্ত নন্দা নামে ওই আইএফএস অফিসার। তবে তিনি যে ভিডিওটি পোস্ট করেছেন, তার ভিউয়ার্সের সংখ্যা ইতিমধ্যেই ২৩ হাজার ছাড়িয়েছে। অনেকে একে ‘প্রকৃতির বিষ্ময়’ বলেছেন। অনেকে আবার একে জঙ্গলে ছেড়ে দেওয়ার খবরে আনন্দ প্রকাশ করেছেন।
দু’টি মাথা যুক্ত সাপ বিরল হলেও একেবারেই যে দেখা যায় না, তা নয়। এদের পলিসেফালি বলে। বেশিরভাগ ক্ষেত্রে পলিসেফালিক সাপ বেশি দিন বাঁচে না। উলফ স্নেক ভারত ছাড়াও পাকিস্তান, নেপাল, বাংলাদেশ এবং শ্রীলঙ্কায় দেখা যায়। এরা নিশাচর প্রাণী। দিনের বেলা নিষ্ক্রিয় থাকে। তবে এই সাপটি বিষহীন। ফলে গোখরো বা কেউটের মতো এর থেকে ক্ষতির সম্ভাবনা নেই৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.