সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেনার খাবার টেবিলেও ‘অপারেশন সিঁদুর’! ভারতীয় বায়ুসেনার ৯৩-তম প্রতিষ্ঠা দিবসে চমকে দেওয়া কাণ্ড। বায়ুসেনার নৈশভোজের মেনুকার্ড ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। আসলে নজিরবিহীন ভাবে খাবারের মেনুতেই চরম কটাক্ষ করা হয়েছে পাকিস্তানকে। কেমন সেই কটাক্ষ?
‘রাওয়ালপিন্ডি চিকেন টিক্কা মশলা’ দিয়ে শুরু হয়েছে সেনার মূল মেনু। এরপর রয়েছে যথাক্রমে ‘রফিকুই রাহরা মাটন’, ‘ভোলারি পনির মেথি মালাই’, ‘সুক্কুর শাম সবেরা কোপ্তা’, ‘সারগোধা ডাল মাখানি’, ‘জাকোবাবাদ মেওয়া পোলাও’, ‘ভওয়ালপুর নান’। শেষপাতে ‘বালাকোট তিরামিসু’, ‘মুজাফ্ফরাবাদ কুলফি ফালুদা’। সব শেষে ছিল ‘মুরিদকে মিষ্টি পান’। বলা বাহুল্য, ৮ অক্টোবরের মেনুকার্ডে পদে পদে পাকিস্তানকে কটাক্ষ করা হয়েছে। অপারেশন সিঁদুরে পাকিস্তানকে নাস্তানাবুদ করার কথা মনে করিয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা।
পহেলগাঁও হামলার পর ‘অপারেশন সিঁদুরে’ জবাব দিয়েছিলে ভারতীয় সেনা। যার পর দুই দেশের মধ্যে সংঘর্ষ বাধে। বায়ুসেনার হামলায় পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস হয়। পরবর্তীকালে ব্রহ্মস দেগে গুঁড়িয়ে দেওয়া হয় নূর খান এয়ারবাস বা জাকোবাবাদ এয়ারবাস। ভারতের হামলায় ক্ষতিগ্রস্ত হয় রাফিকি এয়ারবেস এবং মুরিদ এয়ারবেসও। সুক্কুর বা শিয়ালকোট ঘাঁটিরও লঞ্চপ্যাড, পরিকাঠামোয় আঘাত হানে ভারতের বায়ুসেনা। যদিও ভারতের হামলায় বড় ক্ষতির কথা অস্বীকার করে ইসলামাবাদ। এমন পরিস্থিতিতে বায়ুসেনার প্রতিষ্ঠা দিবসে পাকিস্তানের দিকে কটাক্ষের ‘মিশাইল’ ছুড়ল বায়ুসেনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.