সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে কাজের চাপ। অন্যদিকে কোভিডের আতঙ্ক। সেই ‘ফাঁদ’ কেটে বেরতেই ২০২১ সালে অভিনব পথ বেছে নিয়েছিল সুইডিশ এক সংস্থা। প্রাথমিক ভাবে বিষয়টি ছিল একমাসের। কিন্তু এবার তা পুরোদস্তুর স্থায়ী পদক্ষেপে পরিণত হল। যার নাম স্বমেহন-বিরতি। দৈনিক আধঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে যার জন্য?
হঠাৎ কেন এমন বিরতির ব্যবস্থা? এরিকা লাস্ট ফিল্মস নামের ওই সংস্থার প্রতিষ্ঠাতা এরিকা লাস্ট এবিষয়ে জানিয়েছেন এক ব্লগপোস্টে। সেখানে তাঁকে লিখতে দেখা গিয়েছে, ‘২০২১ সালে, যখন অতিমারীর সবে এক বছর হয়েছে, আমি ও আমার টিম সমস্যায় পড়েছিল। অতিমারীর সময় জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। আমাদের একাগ্রতা কমে গিয়েছিল। খিটখিটে ও সবচেয়ে বড় কথা উদ্বিগ্ন হয়ে পড়ছিলাম।’ আর এই পরিস্থিতিতেই তিনি একটি ‘স্বমেহন মাস’-এর প্রস্তাব দেন। বলেন, প্রতিদিন ৩০ মিনিটের জন্য স্বমেহনের বিরতি দেওয়া হোক। এতে কর্মীরা চাঙ্গা হতে পারবেন। তিনি লেখেন, ‘স্বমেহনই একমাত্র পথ যা আপনাকে আরও সুখী করে তুলবে। আরও বেশি রিল্যাক্সড ও একাগ্র করে তুলবে। এটা একটি প্রমাণিত সত্যও যা আপনার ফোকাস বাড়াবে।’
তিনি প্রথমে জানিয়েছিলেন, কর্মীদের স্বমেহন-বিরতি রাখার একটা প্রাথমিক প্রস্তাব দেওয়া হয়। কিন্তু এরপর প্রাথমিক ভাবে একমাসের জন্য তা চালু করা হয়। কিন্তু পরে তা বাড়িয়ে স্থায়ী ভাবেই চালু করা হয়েছে। আর এর জন্য রীতিমতো একটি ‘স্বমেহন-ঘর’ চালু করা হয়েছে। কর্মীরা পালা করে সেখানে যান। আপাতত সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ওই সংস্থার এই অভিনব ‘দাওয়াই’।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.