Advertisement
Advertisement
Soap

সুন্দরী অভিনেত্রীর স্নান করা জল দিয়ে তৈরি সাবান! কেনার জন্য হইচই

একেকটি সাবানের দাম জানলে চোখ কপালে উঠবে।

Sydney Sweeney's viral soap has the Internet gagged
Published by: Biswadip Dey
  • Posted:June 3, 2025 9:12 pm
  • Updated:June 3, 2025 9:12 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনপ্রিয় ব্র্যান্ড ও সেলেবের মধ্যে সম্পর্কের জমজমাট রসায়ন নতুন নয়। অনেক সময় কোনও ‘লিমিটেড’ সংস্করণে ‘পার্সোনাল টাচ’ রাখা হয়। কিন্তু তা বলে সিডনি সুইনির সাবান সকলকে (এমনকী তাঁর অনুরাগীদেরও) স্তম্ভিত করে দিয়েছে।
কী সেই চমক? জনপ্রিয় মার্কিন অভিনেত্রীর স্নানের জল নাকি ব্যবহৃত হয়েছে ওই সাবান তৈরিতে। শুনতে যতই অবাক লাগুক, এটাই সত্যি! এর নাম রাখা হয়েছে সিডনি বাথওয়াটার ব্লিস। ‘দ্য হোয়াইট লোটাস’, ‘ইউফোরিয়া’, ‘দ্য হ্যান্ডমেডস টেল’-এর মতো ছবিতে অভিনয় করে সকলের মন জিতেছেন সিডনি। সম্প্রতি একটি পুরুষদের ত্বকচর্চার ব্র্যান্ডের সঙ্গে তাঁর চুক্তি হয়েছে। আর তারপরই প্রকাশ্যে এসেছে ওই সাবানের খবর।

Advertisement

তবে সিডনিই প্রথম নন। বেল ডেলফিন নামের এক কনটেন্ট ক্রিয়েটর ২০১৯ সালে নিজের স্নানের জল বিক্রি করেছিলেন! এবং যতটা জল বিক্রির জন্য রাখা হয়েছিল, সবটাই বিক্রি হয়ে গিয়েছিল। কিন্তু সিডনির ব্যাপারটা কী? সত্যিই কি তাঁর স্নানের জল ব্যবহৃত হয়েছে ওই ‘লিমিটেড এডিশন’ সাবান তৈরিতে? এবিষয়ে বলতে গিয়ে সিডনি জানাচ্ছেন, ”আমরা যখন শুট করছিলাম, আমাকে একটা টাব দেওয়া হয়েছিল। এবং আমি সত্যিই সেখানে শুয়ে স্নান করেছিলাম সাবান দিয়ে। সেই জলটাই ওরা সরিয়ে রেখেছিল। সুতরাং এটা সত্যিই আমার স্নান করা জল।”

আর এই সাবানের দাম রীতিমতো চোখ কপালে তোলা। প্রতিটি সাবানের দাম পড়ছে ৮ ডলার! ভারতীয় মুদ্রায় তা ৬৮৫ টাকা। তা নিয়ে বিতর্ক তুঙ্গে। অনেকেই বলছেন এটা স্রেফ গিমিক। অনেকে প্রশ্ন তুলছেন সাবানটি ব্যবহার করা আদৌ স্বাস্থ্যকর হবে কিনা। আবার অনেকের মতেই এখানে নারীকে ‘অবজেক্টিফাই’ করা হয়েছে চড়া মাত্রায়। সব মিলিয়ে সমালোচনা ভালোই হচ্ছে। কিন্তু বিক্রেতারা তা নিয়ে মাথা ঘামাচ্ছেন না। দিনের শেষে বিক্রিই যেখানে মূল উদ্দেশ্য, সেখানে সমালোচনা নিয়ে কে আর মাথা ঘামায়!

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ