সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে ‘অতি ভক্তি চোরের লক্ষণ’। তা যে কেবল প্রবাদমাত্র নয়, তা যেন নতুন করে প্রমাণ করল হরিয়ানার এক ঘটনা। সেখানে দেখা মিলল এমন এক চোর বাবাজির, যে মন্দিরের প্রণামির বাক্স থেকে ৫ হাজার টাকা চুরি করার আগে রীতিমতো হনুমান চালিসা (Hanuman Chalisa) আওড়াল! সেই সঙ্গে ১০ টাকা জমাও করল বাক্সে! সবটাই ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। যা দেখে চক্ষু চড়ক সকলের।
ঠিক কী দেখা গিয়েছে ভিডিওয়? হরিয়ানার (Haryana) রেওয়ারি জেলার এক হনুমান মন্দিরে গিয়েছিল অভিযুক্ত ব্যক্তি। সেখানে বসে প্রায় মিনিট দশেক একটানা হনুমান চালিসা আওড়ে যায় সে। দেখা যায়, ভক্তরা আসছে, যাচ্ছে। একপাশে ঠায় বসে রয়েছে চোর। এমনকী, পকেট থেকে ১০ টাকা বের করে প্রণামীর বাক্সেও ফেলতে দেখা যায় তাকে। এরপর চারপাশ ফাঁকা হতেই বাক্স ভেঙে ৫ হাজার টাকা তুলে নিয়ে চম্পট দেয় সে। মন্দিরের পুরোহিত অবশ্য কিছু বোঝেননি। তিনি রাত হলে মন্দিরের আলো নিভিয়ে দরজা বন্ধ করে বাড়ি চলে যান। পরদিন সকালে মন্দিরে ঢুকে তিনি টের পান প্রণামীর বাক্স ভাঙা!
পরে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে থ হয়ে যায়। এরপর ওই ফুটেজ দেখে চোরকে শনাক্ত করার চেষ্টা করা হয়। ইতিমধ্যেই মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করেছেন তদন্তকারীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.