সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিড়ালের সঙ্গে কুকুরের প্রচণ্ড শত্রুতা রয়েছে বলেই আমরা জানি। এর আগে বিভিন্ন জায়গায় উভয়পক্ষের তুমুল লড়াইয়ের দৃশ্যও প্রত্যক্ষ করেছি আমরা। কিন্তু, সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়া একটি ভিডিও দেখে সেই ধারণা ভেঙে গেল সবার। যেখানে ছোট্ট একটি কুকুরছানাকে ঘুম থেকে তোলার চেষ্টা করছে একটি বিড়াল।
from
Advertisement
রেডডিট নামে একটি স্যোশাল মিডিয়া সাইটে এই ভিডিও পোস্ট করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, এয়ার কুলারের একটি ফাঁকা বক্সের মধ্যে শুয়ে ঘুমোচ্ছে একটি ছোট্ট কুকুরছানা। আর ঘুমন্ত ওই কুকুরটির হাতে থাবা মেরে তাকে জাগানোর চেষ্টা করছে বিড়াল। যদিও কুকুরছানাটি কোনও সাড়া না দিয়েই আরামে ঘুমোচ্ছে। তাতে গুরুত্ব না দিয়েই বারবার তাকে ওঠানোর চেষ্টা করছে বিড়ালটি।
ভিডিওটি দেখার পরেই উচ্ছ্বসিত হয়ে পড়েছেন নেটিজেনরা। বলছেন, আমাদের এতদিনের ধারণা মিথ্যে করে দিল বিড়ালটি। আবার কেউ কেউ বলছেন, কুকুরটি সঙ্গে বিড়ালের ঘনিষ্ঠ বন্ধুত্ব আছে। তাই একা একা বোর না হয়ে কুকুরটিকে ওঠানোর চেষ্টা করছে সে। যাতে খেলার সঙ্গী পায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.