সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই জন্যই হয়তো বলে মিউজিক কোনও সীমানার বাঁধ মানে না। সুরের মুর্ছনায় বেঁধে ফেলা যায় গোটা বিশ্বকে। সেখানে ভাষা, গানের কথা সবই গৌণ হয়ে যায়। সোশ্যাল মিডিয়ার দৌলতে বারবার সে প্রমাণ মিলেছে। সুদূর তানজানিয়ায় বসেও তাই বলিউড গানে গলা মিলিয়ে ভাইরাল হয়ে গিয়েছেন কিলি পল। শুধু বলিউড কেন, চূড়ান্ত জনপ্রিয় কাঁচা বাদাম গানেও নাচতে দেখা গিয়েছে কিলিকে। গোটা দুনিয়াকে যেন হাসির ছলেই ঐক্যের বার্তা দিয়েছেন তিনি। আর সেই কারণেই তাঁকে পুরস্কৃত করল তানজানিয়ার ভারতীয় হাই কমিশন।
প্রায় প্রতি সপ্তাহেই নেটদুনিয়ার চর্চার শীর্ষে উঠে আসে কোনও না কোনও ভারতীয় মিউজিক বা গান। অনেকেই সেই গানের সঙ্গে কোমর দুলিয়ে নেচে ভিডিও আপলোড করে থাকেন। কিন্তু সকলকে পিছনে ফেলে দিয়েছেন তানজানিয়ার কিলি ও তাঁর বোন নীমা। কখনও হিন্দি ছবির গান কিংবা সংলাপে লিপ মিলিয়ে তো কখনও নাচ করে নজর কেড়েছেন তাঁরা। সম্প্রতি কিলি আবার মজেছেন সুপারহিট দক্ষিণী ছবি ‘পুষ্পা’য়। তাঁদের টিকটক ভিডিও দেখে বোঝা দায়, তাঁরা হিন্দি জানেন কি না!
ইতিমধ্যেই ইনস্টাগ্রামে কিলির জনপ্রিয়তা শিখর ছুঁয়েছে। ২২ লক্ষেরও বেশি মানুষ তাঁকে ফলো করেন। ভাইরাল হয়েছে কিলি ও নীমার একাধিক ভিডিও। ভারতীয় মিউজিক এবং হিন্দি ছবির গানকে কিলি যেভাবে বিশ্ব দরবারে জনপ্রিয় করে তুলেছেন, তার জন্যই তাঁকে কুর্নিশ জানাল ভারতীয় হাই কমিশন। দিন কয়েক আগেই তানজানিয়ায় ভারতীয় হাই কমিশনে পৌঁছেছিলেন কিলি। সেখানেই তাঁকে বিশেষ সম্মান দেওয়া হয়। ভারতীয় কূটনীতিবিদ বিনয় প্রধান নিজে সেই ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।
Today had a special visitor at the ; famous Tanzanian artist Kili Paul has won millions of hearts in India for his videos lip-syncing to popular Indian film songs
— Binaya Pradhan (@binaysrikant76)
ভারতীয় হাই কমিশনের তরফে এমন সম্মান পেয়ে উচ্ছ্বসিত কিলি। ভারত তাঁকে এমনভাবে সম্মানিত করায় প্রশংসা করছেন নেটিজেনরাও। প্রতিভার মর্যাদা দেওয়া হল। বলছেন অনেকেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.